ঢাকাশুক্রবার , ২৪ ডিসেম্বর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

করোনার টিকা পেলেন রামুর দুর্গম ব্যাঙডেবা গ্রামের বাসিন্দারা

একুশে বার্তা ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২১ ১২:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

সোয়েব সাঈদ:
কক্সবাজার জেলার রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের দূর্গম ব্যাংডেবা গ্রামে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিচালিত হয়েছে।
রামু উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়ার নির্দেশনায় বুধবার ব্যাঙডেবা গ্রামবাসীকে টিকা প্রদান করা হয়।

ভোরে স্বাস্থ্য বিভাগের একটি টিম গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। অতি দূর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে বেলা গড়াতেই স্বাস্থ্য বিভাগের টিম ওই গ্রামে পৌঁছলে এলাকাবাসীর মাঝে দেখা যায় খুশির ঝিলিক।

টিকা প্রদানের ব্যতিক্রমী এ কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রিপন চৌধুরী, সিনিয়র স্টাফ নার্স শিউলি রাণী দে, সহকারী স্বাস্থ্য পরিদর্শক অরিন্দ্র বড়ুয়া, স্বাস্থ্য সহকারী স্বপন পাল, স্বাস্থ্য সহকারী নজরুল ইসলাম।
ব্যাংডেবা গ্রামের বাসিন্দা হেডম্যান আলী আহমদ জানান- গ্রামের বাসিন্দারা অধিকাংশ দরিদ্র। গাড়ি ভাড়া আর দূর্গম পথ পাড়ি দিয়ে টিকা নেয়া এখানকার নারী-পুরুষের জন্য ছিলো কষ্টসাধ্য। এখন স্বাস্থ্য বিভাগের টিকা পেয়ে গ্রামবাসী আনন্দিত। এজন্য তিনি স্বাস্থ্য বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানান।

রামু উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া জানান – ব্যাঙডেবা গ্রামটি কাছাকাছি অবস্থানে হলেও অতি দুর্গম হওয়ায় প্রায় ৩০ কিলোমিটার পথ পাড়ি সেখানে যেতে হয়। দূরত্ব বেশী হওয়ায় এক গ্রামের দরিদ্র বাসিন্দারা টিকা নিতে যাতে ভোগান্তির শিকার না হন, সেজন্যই গ্রামে গিয়ে বাসিন্দাদের টিকা দেয়া হয়েছে।
মহৎ এ উদ্যোগ সফলভাবে সম্পন্ন করার তিনি রামু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নীরবে কাজ করে যাওয়া রামু স্বাস্থ্য বিভাগের সৈনিকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x