ঢাকাবৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

রামু সেনানিবাসে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১৬, ২০২১ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মনসুর আলম মুন্না-রামু (কক্সবাজার) প্রতিনিধি: স্বাধীনতার ৫০ বছরে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় দিবস মেলা , সেচ্চায় রক্তদান কর্মসূচি ও শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করেছে রামু ১০ পদাতিক ডিভিশন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রামু সেনানিবাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের সঙ্গে যুক্ত হয় বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী। নতুন প্রজন্মসহ সকলকে বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষায় আলোকিত এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের এ মাহিন্দ্রক্ষণে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত শপথ গ্রহন অনুষ্ঠানে অংশ গ্রহণ করে রামু সেনানিবাসের সকল সেনাসদস্য। এছাড়া সেনানিবাসের অভ্যন্তরে বিজয় দিবস মেলার আয়োজন করা হয়। মেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর চিত্র প্রদর্শনী “মুজিব চিরন্তন”,বিভিন্ন স্যুভেনিয়র স্টল, সেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। পরে সন্ধ্যায় স্বাধীনতা ও সেনাবাহিনীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান সুবর্ণজয়ন্তী কনসার্ট-২০২১ আয়োজন করা হয়। জিওসি, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান, সকল অফিসার্স, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিক ও তাদের পরিবারবর্গ উপভোগ করেন অনুষ্ঠানটি।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x