ঢাকামঙ্গলবার , ১০ আগস্ট ২০২১
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

আমলাদের প্রস্তাব বাতিল করে দিলেন প্রধানমন্ত্রী

একুশে বার্তা
আগস্ট ১০, ২০২১ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

সৌরবিদ্যুৎকেন্দ্রের নামকরণ নিয়ে আমলাদের একটি প্রস্তাব বাতিল করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্রের নামকরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে করার প্রস্তাব করেছিলেন আমলারা। তবে সেই প্রস্তাব তাৎক্ষণিকভাবে বাতিল করে নিজের নামটি কেটে ফেলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) এ ঘটনা ঘটেছে। সভা–পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গণমাধ্যমে এ তথ্য দিয়েছেন।পরিকল্পনামন্ত্রী বলেন, আজকের একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রস্তাব তোলা হয়। তখন প্রধানমন্ত্রী এই প্রকল্প থেকে নিজের নাম কেটে দেওয়ার নির্দেশ দেন। তখন আমলারা বারবার অনুনয় করতে থাকেন। কিন্তু প্রধানমন্ত্রী সে প্রস্তাবে সাড়া দেননি।

বৈঠকে উপস্থিত সব সচিবই প্রধানমন্ত্রীর নামে সোলার পার্ক করার প্রস্তাব করেছিলেন বলে জানান মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, সবার বক্তব্য ছিল, এই সোলার পার্ক দেশের সবচেয়ে বড়। তা ছাড়া এটি আইকনিক প্রকল্প। সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হওয়া উচিত। কিন্তু প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, নিজের নাম বাদ দিতে। পরে তিনি এর নাম দেন সোলার পার্ক, জামালপুর।সভায় ফাইভ-জি সেবা দিতে নেটওয়ার্ক আধুনিকায়নে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটককে ২ হাজার ১৪৪ কোটি টাকা দেওয়ার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। টেলিটকের সেবা গ্রাম পর্যায়ে নিয়ে যেতে চায় সরকার। নেটওয়ার্ক সম্প্রসারণসহ ফাইভ জি সেবা প্রদানের নেটওয়ার্ক উন্নয়নে দুই হাজার ২০৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক সভা।

একনেক সভায় ৭ হাজার ৯৮৫ কোটি টাকার মোট ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x