ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

রামুতে প্রবারণা পূর্ণিমায় বর্ণিল ফানুস উৎসব অনুষ্ঠিত

একুশে বার্তা
অক্টোবর ২, ২০২০ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নীতিশ বড়ুয়া: বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমায় রামু বুড্ডিস্ট স্টুডেন্ট কাউন্সিলের উদ্যোগে বর্ণিল ফানুস উৎসব অনুষ্ঠিত হয়েছে । রামু মৈত্রী বিহার সংলগ্ন মাঠে গত ১ অক্টোবর (বৃহষ্পতি বার) বিকালে বর্ণিল এ অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে অনন্য উপজেলা রামু। এখানকার প্রত্যেক ধর্মের মানুষ উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্ম নির্ভিঘ্নে পালন করে আসছে।

সৌহাদর্য ও সম্প্রীতির বন্ধনকে সমুন্নত রাখতে সকলকে ভূমিকা পালন করে। তিনি বলেন, মহামতি গৌতম বুদ্ধের অহিংস বাণী, শান্তি ও সম্প্রীতির মাধ্যমে নিজ নিজ সমাজকে আলোকিত করতে হবে। শীল, সমাধি, প্রজ্ঞার অনুশীলনের মাধ্যমে আত্মশুদ্ধি, শুভ, সত্য ও সুন্দরকে গ্রহণ বা বরণ করে, অসত্য ও অসুন্দরকে বর্জন করাই প্রবারণার শিক্ষা। নির্বাহী অফিসার প্রণয় চাকমা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সকলের সু-স্বাস্থ্য, দীঘার্য়ু ও সুখ-সমৃদ্ধি কামনা করেন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু থানার নবাগত অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, কক্সবাজার জেলা যুবলীগের সাবেক শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক পলক বড়ুয়া আপ্পু, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক রজত বড়ুয়া রিকু। স্বাগত বক্তব্য রাখেন রামু বুড্ডিস্ট স্টুডেন্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি অর্ক বড়–য়া।

রামু বুড্ডিস্ট স্টুডেন্টস কাউন্সিলের সভাপতি তনন বড়–য়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিৎময় বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বাংলাদেশ বৌদ্ধ সমিতি রামু উপজেলার সাধারণ সম্পাদক মৃনাল বড়ুয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জ্যোতির্ময় বড়ুয়া রিগ্যান, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, ফতেখাঁরকুল স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আজিজুল হক আজিজ, রামু মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব সাংবাদিক খালেদ হোসেন টাপু, এটিএন নিউজের কক্সবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক অর্পণ বড়ুয়া প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট সংগীতশিল্পী মানসী বড়ুয়া, মীনা মল্লিক, নিরুপমা বড়ুয়া ও সংগীত বড়–য়ার পরিচালনায় স্থানীয় কোমলমতি শিল্পীরা পর পর তিনটি বুদ্ধ ধমর্ীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আয়োজনের শুভ সুচনা করেন। পরে অতিথিরা ফানুস উড়ানো উৎসবে অংশ নেয়।

এছাড়া বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পুর্ণিমায় রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার, প্রজ্ঞামিত্র বনবিহার, বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও একশ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মুর্তি, রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার, মৈত্রী বিহার, বিবেকারাম বৌদ্ধ বিহার, জেতবন বৌদ্ধ বিহার, আর্যবংশ বৌদ্ধ বিহার, অজান্তা বৌদ্ধ বিহার, ধর্মরত্ন বৌদ্ধ বিহার সহ রামু উপজেলার সকল বৌদ্ধ বিহারে দিনব্যাপী ধর্মীয় কর্মসূচী পালনের মাধ্যমে প্রবারণা পূর্ণিমা পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো ভোরে বুদ্ধপুজা, সকালে ভিক্ষু সংঘের প্রাত:রাশ, অস্টশীল গ্রহন, সংঘদান, ভিক্ষু সংঘকে পিন্ডদান, বিকালে স্ব-ধর্ম আলোচনা সভা, সন্ধ্যায় বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা ও আকাশ প্রদীপ পুজা বা ফানুস উড়ানো উৎসব।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x