ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

কুতুবদিয়ায় মগডেইল-আমজাখালী সড়কের বেহাল দশা, ভোগান্তিতে ৫ হাজার মানুষ

একুশে বার্তা
অক্টোবর ৮, ২০২০ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

কাইছার সিকদার:

কুতুবদিয়া উপজেলার সদর ইউনিয়ন বড়ঘোপের মগডেইল হতে ঐতিহ্যবাহী ফকিরা মসজিদ সংলগ্ন আমজাখালী যাতায়াত সড়কের বেহাল দশা৷ এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ফকিরা মসজিদের দর্শনার্থী ও মুসল্লী সহ আমজাখালী গ্রামে বসবাস রত প্রায় ৫ হাজার মানুষ৷

গ্রামবাসীদের দেওয়া তথ্য মতে, সড়কের কিছু অংশ পাকা হলে ও বাকী অংশ অর্ধেকের বেশী ফকিরা মসজিদ সংলগ্ন হয়ে আমজাখালী গ্রামের মধ্যদিয়ে বেরিবাঁধের সংযোগ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়ক চলাচলের অযোগ্য এবং যানবাহন নিয়ে চলাফেরা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ৷

এব্যাপারে জানতে চাইলে বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শহীদ উদ্দীন ছোটন বলেন, এটা একটা গুরুত্বপূর্ণ সড়ক আমার জানা আছে, ইতি মধ্যে আমি পরিদর্শন করেছি৷ এই রাস্তা সংস্কার করতে চাইলে সহসা সম্ভব কিন্তু সেটা খুব তাড়াতাড়ি আবার নষ্ট হয়ে যাবে, আমি চাই রাস্তা পরিপূর্ণ ভাবে পাকা(ঢালাই) সড়কে উন্নিত করতে৷ এর জন্য অর্থ বরাদ্ধ ও পরিকল্পনার বিষয় রয়েছে৷ আমি স্থানীয় এলজিইডি অফিসে প্রস্তাব উপস্থান করেছি আশা করি শীঘ্রই তা বাস্তবায়ন হবে৷

কুতুবদিয়া উপজেলা এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী জামাল উদ্দীন জানান, মগডেইল আমজাখালী সড়কের বিষয় টি আমাদের নজরে আসছে, স্থানীয় সাংসদ মহোদয়ের কাছে আমরা এই সড়ক উন্নয়নের প্রস্তাব টি উপস্থাপন করেছি৷ বরাদ্ধ সংকুলান না হওয়ায় চলতি অর্থ বছরে এই সড়ক উন্নয়নের কাজে হাত দেওয়া সম্ভব হচ্ছে না তবে আগামী অর্থ বছরে অগ্রাধিকার ভিত্তিতে এই সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হবে বলে আমি আশাবাদী৷

আমজাখালী গ্রামের স্থানীয় বাসিন্দা সাংবাদিক মহিউদ্দিন কুতুবী বলেন, শুধু সামান্য অংশ অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে তার কারণে গ্রাম বাসিকে দুর্ভোগ পোহাতে হচ্ছে৷ শীঘ্রই সড়ক টি উপযুক্ত উপায়ে উন্নয়ন করলে আমরা গ্রামবাসী স্থানীয় চেয়ারম্যান ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে কৃতজ্ঞ থাকব।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x