ঢাকামঙ্গলবার , ১০ আগস্ট ২০২১
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

উন্নয়নের গল্প শুনতে শুনতে আমরা ক্লান্ত: রিজভী

একুশে বার্তা
আগস্ট ১০, ২০২১ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার এত বড় বড় কথা বলে। ছবিতে বড় বড় ফ্লাইওভার, উড়াল সেতু, দোতলা-তিনতলা রাস্তার ছবি দেখায়। মনে হয় উন্নয়নে ভেসে যাচ্ছে দেশ। একেবারে প্রবল উন্নয়নে বাংলাদেশ সয়লাব। এসব উন্নয়নের গল্প শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি।’

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার ও ওষুধসামগ্রি বিতরণ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ অনেকে অংশ নেন।

রিজভী বলেন, ‘আজকে বিভিন্ন গণমাধ্যমে খবর হচ্ছে, খুলনা বিভাগে লক্ষাধিক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, ২৪ জন মারা গেছেন, রংপুর বিভাগে প্রায় ১৯ জন মারা গেছেন। এটি সরকারি পরিসংখ্যান। বেসরকারি পরিসংখ্যানে আরও বেশি। যদি একটা বিভাগে একদিনে লক্ষাধিক মানুষ সংক্রমিত হয়, তাহলে সারা দেশের কী অবস্থা। একটা ভয়ংকর মৃত্যুপুরির ভেতরে বাংলাদেশকে নিপতিত করা হচ্ছে। আর গলাবাজি করছেন মন্ত্রীরা।’

রিজভীর দাবি, মন্ত্রীদের ছেড়ে দেওয়া হয়েছে যেন এ ব্যাপারে কেউ কথা বলতে না পারে। তিনি বলেন, ‘সরকারের অন্যায়, সরকারের নানা ধরনের গুম, খুন, বিচারবর্হিভূত হত্যা, লুটপাট, টাকা পাঁচার ইত্যাদির বিরুদ্ধে কথা বলতে গেলেই তারা নানা ধরনের কলাকানুনের বৃত্তে তাকে আটকে রাখেন। এখন করোনার এই অনিয়ম-দুর্নীতি, অব্যবস্থাপনার বিষয়ে কথা বলতে গেলেও মন্ত্রীরা সেই অবস্থান নিচ্ছেন।’

বিএনপি নেতা উল্লেখ করেন, গতকাল তথ্য মন্ত্রী বলেছেন, এ রকম বিরুদ্ধাচারণ করলে পরে তাদের শাস্তি পেতে হবে, আওয়ামী গতির সঙ্গে না চললে তাকে শাস্তি পেতে হবে।

রিজভী বলেন, ‘করোনার মতো মহামারি মোকাবিলা করার মতো যোগ্যতা সরকারের নেই। এই সরকার গালগল্প করে মানুষের মন ভেজানোর চেষ্টা করছে। এটাতে যে মানুষের মন ভেজে না সেই বোধটুকু সরকারের নেই।’

এর আগে, গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন ও সুরক্ষা সামগ্রি বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। কাপাসিয়া উপজেলার সভাপতি খলিলুর রহমান সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম ও সদস্য রাশেদুল হকের সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, মজিবুর রহমান, ডা. মাজহারুল ইসলাম, শাহ রিয়াজুল হান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x