খুঁজুন
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭ অগ্রহায়ণ, ১৪৩২

মগড়া নদী দখল ও দূষণ রোধে নেত্রকোণায় আলোচনা সভা

মামুন রণবীর | নেত্রকোণা
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৯:৪৯ অপরাহ্ণ
মগড়া নদী দখল ও দূষণ রোধে নেত্রকোণায় আলোচনা সভা

নেত্রকোণায় মগড়া নদী দখল ও দূষণ রোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর আয়োজনে ও এআরএফবির সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডিফেন্ডিং এনভায়রনমেন্টাল রাইটস এন্ড প্রোমোটিং জাষ্টিস প্রকল্পের আওতায় “মগড়া নদী দখল ও দূষণ রোধ” শীর্ষক করণীয় বিষয়ক এ আলোচনা সভায় এআরএফবির চেয়ারম্যান দিলওয়ার খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দখল ও দূষণ এ মগড়া নদীর প্রধান সমস্যা, আমরা সবাই যদি একসাথে কাজ না করি,সোচ্চার না হই তাহলে দখলদাররা দখল করে যাবে,এ সরকার নদী দখলমুক্ত করার জন্যে সোচ্চার, ইতিমধ্যেই এ নদীকে বাঁচানোর জন্যে একটি টেকসই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ।

এই সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনমুন জাহান লিজা,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার,জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিন,নেত্রকোণা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নূর হোসেন, সাংবাদিকবৃন্দ,বেসরকারি সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ আলোচনায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় মৃতপ্রায় মগড়া নদীর বাস্তব চিত্র পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় দেখানো হয়। পরে বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ বেলার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এনসিপি দিনাজপুর জেলা শাখার আত্মপ্রকাশ

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ণ
এনসিপি দিনাজপুর জেলা শাখার আত্মপ্রকাশ

এন সি পি দিনাজপুর জেলা শাখার আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে। আত্মপ্রকাশ উপলক্ষে জুলাই স্মৃতিসৌধে এক মিনিট নীরবতা পালন করার মাধ্যমে তাদের কর্মসূচি শুরু হয়। নীরবতা পালন শেষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জুলাই স্মৃতি থেকে শুরু হয়ে হাসপাতাল মোড়, লিলি মোড় হয়ে গণেশতলা জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাখার আহ্বায়ক শামসুল মুক্তাদির এবং সদস্য সচিব ফয়সাল করিম সোয়েব। তাঁদের নেতৃত্বে জেলা কমিটির আত্মপ্রকাশ র‌্যালিটি সম্পন্ন হয়।

জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সাংগঠনিক সম্পাদক মিনহাজ জামান, মো. জোবাইদুর হক।
যুগ্ম আহ্বায়ক তাফসির, ইলমাইল যুগ্ম সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদ, গোলাম মোস্তোফা, গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আরিফ রেজা এছাড়া অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক আব্দুর রাজ্জাক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মো. হযরত আলী অনিক, যুগ্ম আহ্বায়ক রিদয় রেজা, যুগ্ম সদস্য সচিব রিদয় ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আইডিয়াল স্কলারস ফোরামের উদ্যোগে, মেধা মূল্যায়ন পরীক্ষা -২০২৪ এর পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১১:৩২ অপরাহ্ণ
আইডিয়াল স্কলারস ফোরামের উদ্যোগে, মেধা মূল্যায়ন পরীক্ষা -২০২৪ এর পুরস্কার বিতরণ

কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলায় আইডিয়াল স্কলারস ফোরামের উদ্যোগে, মেধা মূল্যায়ন পরীক্ষা ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার (১৫নভেম্বর) কচাকাটা আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ হানিফ উদ্দিন সাহেব, সাবেক অধ্যক্ষ গোলেরহাট ফাজিল মাদ্রাসা, মোঃ রফিকুল ইসলাম জুয়েল, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), কচাকাটা কলেজ, মোঃ মাহবুবুর রহমান পরিচালক, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মোঃ মাইনুল ইসলাম প্রিন্সিপাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মোঃ সাহাবুল ইসলাম প্রধান শিক্ষক আইডিয়াল স্কুল এন্ড কলেজ, আরো উপস্থিত ছিলেন, মোঃ রাশেদুল ইসলাম রাসু সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখা এবং আইডিয়াল স্কুল এন্ড কলেজের সম্মানিত অভিভাবকবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা শিক্ষক ও শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন।

তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কচাকাটা থানার মধ্যে এটি একটি স্বনামধন্য স্কুল হিসেবে পরিণত হয়েছে। আমরা তার প্রমাণ আজ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে পেলাম। আইডিয়াল স্কুলের ছাত্র-ছাত্রীদের মান উন্নয়নের জন্য সর্বদাই পাশে থাকার প্রতিশ্রুতি দেন অনুষ্ঠানের আমন্ত্রিত ও বিশেষ অতিথি বৃন্দ ।

এছাড়াও আরো বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পরিচালক, প্রিন্সিপাল ও সহকারী শিক্ষক- শিক্ষিকা বৃন্দ।

জেমস–আলী আজমতের কনসার্ট স্থগিত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২:৪০ অপরাহ্ণ
জেমস–আলী আজমতের কনসার্ট স্থগিত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের রকতারকা নগরবাউল জেমস এবং পাকিস্তানের সুফি-রক ব্যান্ড জুনুনের ভোকাল আলী আজমতকে নিয়ে আয়োজিত ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্টটি স্থগিত করা হয়েছে। স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় আয়োজনটি শেষ মুহূর্তে বাতিল করতে বাধ্য হয় আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন।

এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, অনিবার্য পরিস্থিতির কারণে আজকের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তারা দ্রুত নতুন তারিখে কনসার্টটি আয়োজনের উদ্যোগ নিচ্ছে।

অ্যাসেন কমিউনিকেশন টিকিট ক্রেতা, স্পন্সর ও স্টল মালিকদের ধৈর্যের জন্য ধন্যবাদ জানিয়ে জানায়, নতুন সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে। আগের টিকিট নতুন তারিখে ব্যবহার করা যাবে অথবা চাইলে ফেরত নেওয়া যাবে।

জেমস ও আলী আজমতের পাশাপাশি পুনম এবং মধুবন্তী চক্রবর্তীরও পারফর্ম করার কথা ছিল। আপাতত সব প্রস্তুতি স্থগিত রাখা হয়েছে।