খুঁজুন
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭ অগ্রহায়ণ, ১৪৩২

ব্যারিস্টার কায়সার কামালের সহযোগিতায় ৬ষ্ঠ ধাপে বিনামূল্যে চোখের চিকিৎসা পাচ্ছেন ৪৭ জন

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৪:১৪ অপরাহ্ণ
ব্যারিস্টার কায়সার কামালের সহযোগিতায় ৬ষ্ঠ ধাপে  বিনামূল্যে চোখের চিকিৎসা পাচ্ছেন ৪৭ জন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানবতার সেবায় নেত্রকোণার দুর্গাপুর ও কলমাকান্দায় বিভিন্ন মানবিক কার্যক্রম করছেন দলটির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

জেলার দুর্গাপুর উপজেলায় চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে গরীব অসহায় রোগীদের চিকিৎসা দেবার উদ্যোগ নিয়েছেন তিনি।

এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত পাঁচ ধাপে দুই শতাধিক রোগীর চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে মোট ২০৭ জনের অপারেশন সম্পন্ন হয়। রবিবার (১০ আগস্ট) ৬ষ্ঠ ধাপে আরো ৪৭ জনকে ময়মনসিংহে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেকেরই ছানি অপারেশন করা হবে। রোগীদের মধ্যে ২৩ জন নারী ও ২৪ জন পুরুষ রয়েছেন।

সমাজের এই বয়োজ্যেষ্ঠ নাগরিক,যারা প্রায় অন্ধত্বের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন তারা কায়সার কামালের এই মানবিক কর্মযজ্ঞের মাধ্যমে আবারো চোখের আলো ফিরে পাচ্ছেন। ছানি অপারেশন সম্পন্ন হওয়া ব্যক্তিরা আবারো স্বাভাবিকভাবে চলাফেরা ও কাজকর্ম করতে পারছেন।

নিজ অর্থায়নে এই রোগীদের চক্ষু চিকিৎসা দেবার পাশাপাশি তাদের খাওয়াদাওয়া, ঔষধ,যাতায়াত সহ চিকিৎসা সংক্রান্ত অন্যান্য যাবতীয় খরচও বহন করছেন কায়সার কামাল।

স্থানীয় সূত্র জানায়,’আর্তমানবতার সেবায় বিএনপি’ এই ভাবনাকে উপজীব্য করে কায়সার কামাল সাধারণ মানুষের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করছেন। তার মানবিক উদ্যোগে হতদরিদ্র মানুষের দীর্ঘদিনের কষ্ট দূর হচ্ছে। এ বছরের ফেব্রুয়ারিতে দুর্গাপুর উপজেলা বিএনপির উদ্যোগে এবং ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে আয়োজিত ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা নিতে আসা ৯৩২ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য চূড়ান্ত করা হয়। পরবর্তীতে বিভিন্ন ধাপে রোগীদের চোখের অপারেশন করা হয়।

দুর্গাপুরের ভুলিগাঁও গ্রাম থেকে চোখের ছানি অপারেশনের জন্য আসা রোগী আব্দুল আলী বলেন,অনেকদিন ধরেই চোখে ছানি পড়েছে। আর্থিক সংকটে অপারেশন করতে পারিনি। কায়সার কামালের সহযোগিতার মাধ্যমে আমার চোখের অপারেশন হবে। আজ ময়মনসিংহ যাচ্ছি।

অপর রোগী আমেনা খাতুন বলেন,বড় হাসপাতালে গিয়ে আমাদের মতো সাধারণ মানুষের চিকিৎসা করা সম্ভব না। অনেক খরচের ব্যাপার। তাই এতোদিন চোখের চিকিৎসা করাতে পারিনি। এবার কায়সার ভাই আমাদের মতো গ্রামের সাধারণ মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চোখের চিকিৎসা করাচ্ছেন।

চিকিৎসা নিতে আসা রোগী ভজন চন্দ্র সরকার বলেন,বহুদিন ধরে চোখের অসুখে ভুগলেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনি। তবে এবার কায়সার ভাইয়ের উদ্যোগে চোখের চিকিৎসার ব্যবস্থা হলো। সুস্থ হয়ে আবার কাজকর্মে ফিরতে পারবো।

মানবতার সেবায় এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এনসিপি দিনাজপুর জেলা শাখার আত্মপ্রকাশ

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ণ
এনসিপি দিনাজপুর জেলা শাখার আত্মপ্রকাশ

এন সি পি দিনাজপুর জেলা শাখার আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে। আত্মপ্রকাশ উপলক্ষে জুলাই স্মৃতিসৌধে এক মিনিট নীরবতা পালন করার মাধ্যমে তাদের কর্মসূচি শুরু হয়। নীরবতা পালন শেষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জুলাই স্মৃতি থেকে শুরু হয়ে হাসপাতাল মোড়, লিলি মোড় হয়ে গণেশতলা জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাখার আহ্বায়ক শামসুল মুক্তাদির এবং সদস্য সচিব ফয়সাল করিম সোয়েব। তাঁদের নেতৃত্বে জেলা কমিটির আত্মপ্রকাশ র‌্যালিটি সম্পন্ন হয়।

জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সাংগঠনিক সম্পাদক মিনহাজ জামান, মো. জোবাইদুর হক।
যুগ্ম আহ্বায়ক তাফসির, ইলমাইল যুগ্ম সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদ, গোলাম মোস্তোফা, গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আরিফ রেজা এছাড়া অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক আব্দুর রাজ্জাক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মো. হযরত আলী অনিক, যুগ্ম আহ্বায়ক রিদয় রেজা, যুগ্ম সদস্য সচিব রিদয় ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আইডিয়াল স্কলারস ফোরামের উদ্যোগে, মেধা মূল্যায়ন পরীক্ষা -২০২৪ এর পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১১:৩২ অপরাহ্ণ
আইডিয়াল স্কলারস ফোরামের উদ্যোগে, মেধা মূল্যায়ন পরীক্ষা -২০২৪ এর পুরস্কার বিতরণ

কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলায় আইডিয়াল স্কলারস ফোরামের উদ্যোগে, মেধা মূল্যায়ন পরীক্ষা ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার (১৫নভেম্বর) কচাকাটা আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ হানিফ উদ্দিন সাহেব, সাবেক অধ্যক্ষ গোলেরহাট ফাজিল মাদ্রাসা, মোঃ রফিকুল ইসলাম জুয়েল, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), কচাকাটা কলেজ, মোঃ মাহবুবুর রহমান পরিচালক, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মোঃ মাইনুল ইসলাম প্রিন্সিপাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মোঃ সাহাবুল ইসলাম প্রধান শিক্ষক আইডিয়াল স্কুল এন্ড কলেজ, আরো উপস্থিত ছিলেন, মোঃ রাশেদুল ইসলাম রাসু সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখা এবং আইডিয়াল স্কুল এন্ড কলেজের সম্মানিত অভিভাবকবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা শিক্ষক ও শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন।

তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কচাকাটা থানার মধ্যে এটি একটি স্বনামধন্য স্কুল হিসেবে পরিণত হয়েছে। আমরা তার প্রমাণ আজ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে পেলাম। আইডিয়াল স্কুলের ছাত্র-ছাত্রীদের মান উন্নয়নের জন্য সর্বদাই পাশে থাকার প্রতিশ্রুতি দেন অনুষ্ঠানের আমন্ত্রিত ও বিশেষ অতিথি বৃন্দ ।

এছাড়াও আরো বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পরিচালক, প্রিন্সিপাল ও সহকারী শিক্ষক- শিক্ষিকা বৃন্দ।

জেমস–আলী আজমতের কনসার্ট স্থগিত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২:৪০ অপরাহ্ণ
জেমস–আলী আজমতের কনসার্ট স্থগিত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের রকতারকা নগরবাউল জেমস এবং পাকিস্তানের সুফি-রক ব্যান্ড জুনুনের ভোকাল আলী আজমতকে নিয়ে আয়োজিত ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্টটি স্থগিত করা হয়েছে। স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় আয়োজনটি শেষ মুহূর্তে বাতিল করতে বাধ্য হয় আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন।

এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, অনিবার্য পরিস্থিতির কারণে আজকের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তারা দ্রুত নতুন তারিখে কনসার্টটি আয়োজনের উদ্যোগ নিচ্ছে।

অ্যাসেন কমিউনিকেশন টিকিট ক্রেতা, স্পন্সর ও স্টল মালিকদের ধৈর্যের জন্য ধন্যবাদ জানিয়ে জানায়, নতুন সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে। আগের টিকিট নতুন তারিখে ব্যবহার করা যাবে অথবা চাইলে ফেরত নেওয়া যাবে।

জেমস ও আলী আজমতের পাশাপাশি পুনম এবং মধুবন্তী চক্রবর্তীরও পারফর্ম করার কথা ছিল। আপাতত সব প্রস্তুতি স্থগিত রাখা হয়েছে।