ঢাকাশুক্রবার , ২ এপ্রিল ২০২১
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বাজারে আগুনঃ ৩ জনের মৃত্যু!

একুশে বার্তা
এপ্রিল ২, ২০২১ ৯:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

শাকুর মাহমুদ চৌধুরী,উখিয়া থেকে:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৩ রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াই টার দিকে কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়।

স্থানীয়রা জানান, কুতুপালং বাজারে রাত আড়াই টার দিকে হঠাৎ বকতিয়ার মার্কেটের একটি কাপড়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করার কিছুক্ষণের মধ্যেই উখিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থলে এসে ভোর সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্রায় ৫ টি কাপড়োর দোকান আগুনে পুড়ে যায় এবং দোকানে কর্মরত ৩ জন রোহিঙ্গার মৃত্যু হয়।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এমদাদুল হক, কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুততার সাথে ঘটনাস্থলে এসে অগুন নিয়ন্ত্রণে কাজ করি। দোকানে কর্মরত বালুখালী ১০নং রোহিঙ্গা ক্যাম্পের ফয়েজুল ইসলাম, আনসার উল্লাহ ও আয়াজ উল্লাহর মৃত দেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x