প্রাইমারির প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে দিনাজপুরে মানববন্ধন
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্র শক্তি দিনাজপুর জেলা শাখা।
শনিবার বিকেল (১০ জানুয়ারি) ৪টা ৩০ মিনিটে দিনাজপুর প্রেসক্লাব-এর সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক মো. হযরত আলী অনিক, যুগ্ম আহ্বায়ক হৃদয় সরকার ও যুগ্ন আহবায়ক তানজিম আহমেদ হৃদয় ও ছাত্রশক্তির ফরহাদুল ইসলাম সানি, এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক একরামুল হক আবীরসহ বিভিন্ন পরীক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে ব্যাপক অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, যা মেধাবী ও যোগ্য প্রার্থীদের সঙ্গে চরম অবিচার। তারা অবিলম্বে পরীক্ষা বাতিল করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

