ঢাকাবুধবার , ২ ফেব্রুয়ারি ২০২২
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

দূর্গম জনপদে হাসপাতালের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২, ২০২২ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি: বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীর দার্গম জনপদ উপজাতীয় পল্লী চাক পাড়ায় নাইক্ষংছড়ি হাসপাতালের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ পেয়ে খুশিতে আত্মহারা। উপজাতীয় পল্লীর লোকজন বিনামূল্যে চিকিৎসা পেয়ে সেবা দিতে আসা নাইক্ষংছড়ি হাসপাতালের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (ইউ এসসি) স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়, ইউ এস সি অপারেশন প্ল্যানে ট্রাইবেল হেলথ কর্মসূচির আওতায় মোবাইল মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে সোমবার ৩১ জানুয়ারি বেলা ১২ টা থেকে চাক পাড়া কমিউনিটি সেন্টারে এই চিকিৎসা সেবায় শতাধিক উপজাতীয় পল্লীর অসহায় রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাইক্ষংছড়ির বাস্তবায়নে চিকিৎসা সেবায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাফর মোঃ সেলিম নিজেই উপস্থিত থেকে রোগিদের সেবা প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তপন বড়ুয়া,, স্বাস্থ্য পরিদর্শক, পল্লব বড়ুয়া, আবুল কালাম প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাফর মোঃ সেলিম বলেন দুর্গম জনপদের মানুষের সেবা দিতে আমরা সর্রদা প্রস্তুত রয়েছি এবং চিকিৎসা সেবা ও আমাদের উপজেলার দুর্গম এলাকায় অব্যাহত থাকবে।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x