দিনাজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারাদেশব্যাপী দোওয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তিনি ছিলেন বাংলাদেশের আপসহীন ও জনপ্রিয় রাজনৈতিক নেত্রী। গত ৩০ ডিসেম্বর ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
এরই ধারাবাহিকতায় (১৩ জানুয়ারি) মঙ্গলবার দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে দিনাজপুর বার লাইব্রেরির ২য় তলায় দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোওয়া পরিচালনা করেন দিনাজপুর জজ কোর্ট জামে মসজিদ-এর ইমাম হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন।
দোওয়া মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতি-এর সভাপতি মোঃ আব্দুল হালিম, সহ-সভাপতি কবির বিন চার্লি, সাধারণ সম্পাদক মোঃ খয়রাত আলী, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহাগ, তৌহিদা ইয়াসমিন তানিন, পাঠাগার সম্পাদক মোঃ মিজানুর রহমান (২)সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন পিপি মোস্তাফিজুর রহমান মোস্তাক, জিপি মোল্লা মোহাম্মদ সাখাওয়াত হোসেনসহ জেলা বারের বিজ্ঞ আইনজীবীগণ। দোওয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

