দিনাজপুরে জুলাই আন্দোলনের এজাহারভুক্ত আসামির প্রকাশ্যে বিচরণ, বিচারপ্রার্থীর হতাশা
দিনাজপুরে জুলাই আন্দোলনের একটি মামলার এজাহারভুক্ত আসামি প্রকাশ্যে বীরদর্পে ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি—এমন অভিযোগ উঠেছে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে।
জুলাই যোদ্ধা মোঃ হায়াত আলী (৩১), পিতা মোঃ সানাউল্লা, ঠিকানা—উত্তর শিবপুর, হঠাৎপাড়া, রামডুবিহাট, থানা-কোতয়ালী থানা, জেলা-দিনাজপুর। তিনি জুলাই যোদ্ধা গেজেট নং–৭৯৪ভুক্ত। ভুক্তভোগী জানান, বিচার প্রত্যাশায় তিনি গত ১৮ অক্টোবর ২০২৫ তারিখে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, দিনাজপুর সদর-এ সি.আর–২২৬২/২০২৫ নম্বর মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারভুক্ত আসামিদের একজন হিসেবে উল্লেখ করা হয়েছে মোঃ মোরশেদ আলম বাপ্পি (পিতা: মৃত ইসরাইল), ঠিকানা—৫নং উপশহর, কোতয়ালী, দিনাজপুর।
হায়াত আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার চোখের সামনেই আসামিরা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আমি কবে বিচার পাব?” তিনি আরও প্রশ্ন তোলেন, “আর কত আহত ও নিহত হলে বিচার মিলবে?” অভিযোগে বলা হয়, মামলা দায়েরের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও পুলিশ এখনো আসামি গ্রেপ্তারে গড়িমসি করছে।
ভুক্তভোগী ও এলাকাবাসীর দাবি—দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।

