দিনাজপুরের আস্করপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
দিনাজপুরে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে খেটে খাওয়া ও অতি দরিদ্র মানুষের কষ্টও বেড়েছে। এই প্রেক্ষাপটে দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়েছে।
২০২৫–২৬ অর্থবছরের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তমালিকা পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ তারিখে বিকাল ৩টায়, ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে। কর্মসূচিটি বাস্তবায়ন করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; আয়োজনে ছিল ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবু সাদাত। এসময় আরও উপস্থিত ছিলেন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য মোছা. রোমানা পারভীন এবং ১ নং ওয়ার্ডের সদস্য আব্দুর রশীদসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ শীতের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

