খুঁজুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১ মাঘ, ১৪৩২

দিনাজপুরের আস্করপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
দিনাজপুরের আস্করপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দিনাজপুরে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে খেটে খাওয়া ও অতি দরিদ্র মানুষের কষ্টও বেড়েছে। এই প্রেক্ষাপটে দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়েছে।
২০২৫–২৬ অর্থবছরের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তমালিকা পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ তারিখে বিকাল ৩টায়, ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে। কর্মসূচিটি বাস্তবায়ন করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; আয়োজনে ছিল ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবু সাদাত। এসময় আরও উপস্থিত ছিলেন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য মোছা. রোমানা পারভীন এবং ১ নং ওয়ার্ডের সদস্য আব্দুর রশীদসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ শীতের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ণ
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারাদেশব্যাপী দোওয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তিনি ছিলেন বাংলাদেশের আপসহীন ও জনপ্রিয় রাজনৈতিক নেত্রী। গত ৩০ ডিসেম্বর ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
এরই ধারাবাহিকতায় (১৩ জানুয়ারি) মঙ্গলবার দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে দিনাজপুর বার লাইব্রেরির ২য় তলায় দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোওয়া পরিচালনা করেন দিনাজপুর জজ কোর্ট জামে মসজিদ-এর ইমাম হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন।
দোওয়া মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতি-এর সভাপতি মোঃ আব্দুল হালিম, সহ-সভাপতি কবির বিন চার্লি, সাধারণ সম্পাদক মোঃ খয়রাত আলী, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহাগ, তৌহিদা ইয়াসমিন তানিন, পাঠাগার সম্পাদক মোঃ মিজানুর রহমান (২)সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন পিপি মোস্তাফিজুর রহমান মোস্তাক, জিপি মোল্লা মোহাম্মদ সাখাওয়াত হোসেনসহ জেলা বারের বিজ্ঞ আইনজীবীগণ। দোওয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বারহাট্টায় চোরাচালানকালে ৩২ ভারতীয় গরু সহ ১ চোরাকারবারি আটক

মামুন রণবীর | নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
বারহাট্টায় চোরাচালানকালে ৩২ ভারতীয় গরু সহ ১ চোরাকারবারি আটক

চোরাচালানের মাধ্যমে ভারত থেকে গরু এনে বাংলাদেশের বাজারে বিক্রি করছিলো একটি চক্র। এবার ৩২টি ভারতীয় গরু সহ পুলিশের জালে ধরা পড়লো সেই চক্রের চোরাকারবারি। এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে। নেত্রকোণার বারহাট্টা উপজেলায় এই ঘটনা ঘটেছে।

আটককৃত চোরকারবারি হলেন- আলমগীর মিয়া (৩৫)। তার বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জে।

সোমবার (১২ জানুয়ারি) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ওসি শিবিরুল ইসলাম। এর আগে গতকাল রবিবার দিবাগত মধ্যরাতে বারহাট্টার নৈহাটী এলাকা থেকে চোরকারবারি সহ গরুগুলো জব্দ করা হয়।

পুলিশ জানায়, বারহাট্টা উপজেলার নৈহাটী বাজারে প্রতি সপ্তাহের সোমবার গরুর হাট বসে। আশপাশের বিভিন্ন এলাকার কয়েক লাখ গরু এই হাটে কেনাবেচা হয়। পাশ্ববর্তী জেলা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় গরু এই বাজারে এনে বিক্রির অভিযোগ রয়েছে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাজারের পাশ থেকে আলমগীর মিয়াকে গরু সহ আটক করা হয়।

বারহাট্টা থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, আটক আলমগীরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হবে।

প্রাইমারির প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে দিনাজপুরে মানববন্ধন

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ
প্রাইমারির প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে দিনাজপুরে মানববন্ধন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্র শক্তি দিনাজপুর জেলা শাখা।
শনিবার বিকেল (১০ জানুয়ারি) ৪টা ৩০ মিনিটে দিনাজপুর প্রেসক্লাব-এর সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক মো. হযরত আলী অনিক, যুগ্ম আহ্বায়ক হৃদয় সরকার ও যুগ্ন আহবায়ক তানজিম আহমেদ হৃদয় ও ছাত্রশক্তির ফরহাদুল ইসলাম সানি, এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক একরামুল হক আবীরসহ বিভিন্ন পরীক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে ব্যাপক অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, যা মেধাবী ও যোগ্য প্রার্থীদের সঙ্গে চরম অবিচার। তারা অবিলম্বে পরীক্ষা বাতিল করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।