তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দিনাজপুরে বিএনপি’র লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলায় ব্যাপক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার দিনাজপুর জেলা বিএনপি’র সাবেক সদস্য ও পার্বতীপুর থানা বিএনপি’র সাবেক যুবদল সাধারণ সম্পাদক, ২০১৮ সালের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী এস. এম. জাকারিয়া বাচ্চুর সার্বিক নির্দেশনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন হাট-বাজার, গ্রামাঞ্চল, ওয়ার্ড এবং পাড়া-মহল্লায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন। পাশাপাশি তারা জনগণের মাঝে ৩১ দফার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং বিএনপি ক্ষমতায় এলে দেশ ও জাতির জন্য কী কী ইতিবাচক পরিবর্তন ও সুফল বয়ে আনবে তা ব্যাখ্যা করেন।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর মধ্যে ছিলেন সাবেক যুবদল সভাপতি মাসুম, সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক ফোজায়েল, মানিকসহ দুই উপজেলার রাজপথের ত্যাগী কর্মীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, “তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণ আবারও গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাবে। ৩১ দফা বাস্তবায়িত হলে দুর্নীতি, দুঃশাসন ও বেকারত্বের অবসান ঘটবে এবং জনগণের জন্য একটি কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।”
অন্যদিকে, একই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে শনিবার বিকেলে ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিয়াল মঠবাড়ী ইউনিয়নের মাইচান্দা মুরারিপুর এলাকায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠকেও সভাপতিত্ব করেন এস. এম. জাকারিয়া বাচ্চু। তিনি বলেন, “আমরা জনগণের ভোট ও অধিকার ফিরিয়ে আনতে মাঠে নেমেছি। বিএনপি জনগণের দল, জনগণের শক্তিতেই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।”
উঠান বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বৈঠক শেষে নেতাকর্মীরা আসন্ন সময়ে দলকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

