খুঁজুন
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭ অগ্রহায়ণ, ১৪৩২

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দিনাজপুরে বিএনপি’র লিফলেট বিতরণ ও উঠান বৈঠক

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৬:১৯ অপরাহ্ণ
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দিনাজপুরে বিএনপি’র লিফলেট বিতরণ ও উঠান বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলায় ব্যাপক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার দিনাজপুর জেলা বিএনপি’র সাবেক সদস্য ও পার্বতীপুর থানা বিএনপি’র সাবেক যুবদল সাধারণ সম্পাদক, ২০১৮ সালের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী এস. এম. জাকারিয়া বাচ্চুর সার্বিক নির্দেশনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন হাট-বাজার, গ্রামাঞ্চল, ওয়ার্ড এবং পাড়া-মহল্লায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন। পাশাপাশি তারা জনগণের মাঝে ৩১ দফার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং বিএনপি ক্ষমতায় এলে দেশ ও জাতির জন্য কী কী ইতিবাচক পরিবর্তন ও সুফল বয়ে আনবে তা ব্যাখ্যা করেন।

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর মধ্যে ছিলেন সাবেক যুবদল সভাপতি মাসুম, সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক ফোজায়েল, মানিকসহ দুই উপজেলার রাজপথের ত্যাগী কর্মীবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, “তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণ আবারও গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাবে। ৩১ দফা বাস্তবায়িত হলে দুর্নীতি, দুঃশাসন ও বেকারত্বের অবসান ঘটবে এবং জনগণের জন্য একটি কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।”

অন্যদিকে, একই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে শনিবার বিকেলে ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিয়াল মঠবাড়ী ইউনিয়নের মাইচান্দা মুরারিপুর এলাকায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত উঠান বৈঠকেও সভাপতিত্ব করেন এস. এম. জাকারিয়া বাচ্চু। তিনি বলেন, “আমরা জনগণের ভোট ও অধিকার ফিরিয়ে আনতে মাঠে নেমেছি। বিএনপি জনগণের দল, জনগণের শক্তিতেই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।”

উঠান বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বৈঠক শেষে নেতাকর্মীরা আসন্ন সময়ে দলকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এনসিপি দিনাজপুর জেলা শাখার আত্মপ্রকাশ

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ণ
এনসিপি দিনাজপুর জেলা শাখার আত্মপ্রকাশ

এন সি পি দিনাজপুর জেলা শাখার আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে। আত্মপ্রকাশ উপলক্ষে জুলাই স্মৃতিসৌধে এক মিনিট নীরবতা পালন করার মাধ্যমে তাদের কর্মসূচি শুরু হয়। নীরবতা পালন শেষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জুলাই স্মৃতি থেকে শুরু হয়ে হাসপাতাল মোড়, লিলি মোড় হয়ে গণেশতলা জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাখার আহ্বায়ক শামসুল মুক্তাদির এবং সদস্য সচিব ফয়সাল করিম সোয়েব। তাঁদের নেতৃত্বে জেলা কমিটির আত্মপ্রকাশ র‌্যালিটি সম্পন্ন হয়।

জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সাংগঠনিক সম্পাদক মিনহাজ জামান, মো. জোবাইদুর হক।
যুগ্ম আহ্বায়ক তাফসির, ইলমাইল যুগ্ম সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদ, গোলাম মোস্তোফা, গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আরিফ রেজা এছাড়া অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক আব্দুর রাজ্জাক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মো. হযরত আলী অনিক, যুগ্ম আহ্বায়ক রিদয় রেজা, যুগ্ম সদস্য সচিব রিদয় ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আইডিয়াল স্কলারস ফোরামের উদ্যোগে, মেধা মূল্যায়ন পরীক্ষা -২০২৪ এর পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১১:৩২ অপরাহ্ণ
আইডিয়াল স্কলারস ফোরামের উদ্যোগে, মেধা মূল্যায়ন পরীক্ষা -২০২৪ এর পুরস্কার বিতরণ

কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলায় আইডিয়াল স্কলারস ফোরামের উদ্যোগে, মেধা মূল্যায়ন পরীক্ষা ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার (১৫নভেম্বর) কচাকাটা আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ হানিফ উদ্দিন সাহেব, সাবেক অধ্যক্ষ গোলেরহাট ফাজিল মাদ্রাসা, মোঃ রফিকুল ইসলাম জুয়েল, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), কচাকাটা কলেজ, মোঃ মাহবুবুর রহমান পরিচালক, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মোঃ মাইনুল ইসলাম প্রিন্সিপাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মোঃ সাহাবুল ইসলাম প্রধান শিক্ষক আইডিয়াল স্কুল এন্ড কলেজ, আরো উপস্থিত ছিলেন, মোঃ রাশেদুল ইসলাম রাসু সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখা এবং আইডিয়াল স্কুল এন্ড কলেজের সম্মানিত অভিভাবকবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা শিক্ষক ও শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন।

তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কচাকাটা থানার মধ্যে এটি একটি স্বনামধন্য স্কুল হিসেবে পরিণত হয়েছে। আমরা তার প্রমাণ আজ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে পেলাম। আইডিয়াল স্কুলের ছাত্র-ছাত্রীদের মান উন্নয়নের জন্য সর্বদাই পাশে থাকার প্রতিশ্রুতি দেন অনুষ্ঠানের আমন্ত্রিত ও বিশেষ অতিথি বৃন্দ ।

এছাড়াও আরো বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পরিচালক, প্রিন্সিপাল ও সহকারী শিক্ষক- শিক্ষিকা বৃন্দ।

জেমস–আলী আজমতের কনসার্ট স্থগিত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২:৪০ অপরাহ্ণ
জেমস–আলী আজমতের কনসার্ট স্থগিত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের রকতারকা নগরবাউল জেমস এবং পাকিস্তানের সুফি-রক ব্যান্ড জুনুনের ভোকাল আলী আজমতকে নিয়ে আয়োজিত ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্টটি স্থগিত করা হয়েছে। স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় আয়োজনটি শেষ মুহূর্তে বাতিল করতে বাধ্য হয় আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন।

এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, অনিবার্য পরিস্থিতির কারণে আজকের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তারা দ্রুত নতুন তারিখে কনসার্টটি আয়োজনের উদ্যোগ নিচ্ছে।

অ্যাসেন কমিউনিকেশন টিকিট ক্রেতা, স্পন্সর ও স্টল মালিকদের ধৈর্যের জন্য ধন্যবাদ জানিয়ে জানায়, নতুন সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে। আগের টিকিট নতুন তারিখে ব্যবহার করা যাবে অথবা চাইলে ফেরত নেওয়া যাবে।

জেমস ও আলী আজমতের পাশাপাশি পুনম এবং মধুবন্তী চক্রবর্তীরও পারফর্ম করার কথা ছিল। আপাতত সব প্রস্তুতি স্থগিত রাখা হয়েছে।