ঢাকারবিবার , ৩১ জুলাই ২০২২
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগে সম্পাদক পদে করিম সিকদারের প্রার্থীতা ঘোষণা !

একুশে বার্তা ডেস্ক
জুলাই ৩১, ২০২২ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, ঈদগাঁও :

বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার আওতাধীন ঈদগাঁও উপজেলার শাখার আগামী ১২ সেপ্টেম্বর সম্মেলন কাউন্সিলে সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক ছাত্রনেতা আহমদ করিম সিকদার। এ উপলক্ষে ৩১ জুলাই বিকেলে বৃহত্তর ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় সাবেক ছাত্রনেতা ও ইসলামাবাদ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবছার কামাল সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে আহমদ করিম সিকদার সাংবাদিকদের সামনে প্রার্থীতা ঘোষণার সারমর্ম উপস্থাপন করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

তিনি প্রধানমন্ত্রী দেশরত্ন আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ স্বপ্ন পূরণে সংগঠনকে শক্তিশালী ও তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করে দলীয় নির্বাচনসহ প্রতিটি নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করে নৌকার মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার প্রত্যয়ে তিনি এ নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন। আহমদ করিম সিকদার ২০০৪ সালে আমরা ক’জন মুজিব সেনা সংগঠনের ঈদগাঁও উপজেলার সভাপতি নির্বাচিত হয়ে সংগঠনকে তিল তিল করে গড়ে তুলে ২০০৯ সালে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন।

ছাত্রলীগকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার প্রয়াসে রাত দিন কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে মনোনীত হন কক্সবাজার জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি। জেলা পর্যায়ে ছাত্র প্রতিনিধিত্ব করে সদস্য নির্বাচিত হন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য। অধ্যবদি তিনি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে রাজনীতির মাঠে একজন সক্রিয় কর্মী হিসেবে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মনোনীত হন। আসন্ন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন কাউন্সিল অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আহমদ করিম সিকদার বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা তরুণ প্রজন্মের কাছে দায়িত্ব দেওয়া কথা ভাবছেন।সে হিসেবে একজন সাবেক ছাত্র নেতা হিসেবে এ সম্মেলন কাউন্সিলে সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে অতীতের ন্যায় বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিকদের নিয়ে ৫ ইউনিয়নকে আওয়ালীগের দূর্গ হিসেবে গড়ে তুলতে ভূমিকা পালন করে যাব।

তাছাড়া ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন, অস্বচ্ছল দলীয় নেতাকর্মীদের সুখে দুঃখে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। তিনি সকলের দোয়া,আশীর্বাদ কামনা করেন। উল্লেখ্য, আহমদ করিম সিকদার ঈদগাঁও বাসস্টেশন এলাকার শিল্পপতি মরহুম আনু মিয়া সিকদারের তৃতীয় ছেলে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রুকন উদ্দিন সাগর, সাংগঠনিক সম্পাদক সরওয়ার কামাল, জালালাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান তারেক, ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু হেনা বিশাদ, উপজেলা ছাত্রলীগ নেতা সোহেল মাহমুদ, ছাত্রনেতা সাদ্দাম হোসন প্রমুখ।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x