জাতীয় ছাত্র শক্তি দিনাজপুর জেলা যুগ্ন সদস্য সচিব হলেন মো. মোসাদ্দেক
দিনাজপুরে ছাত্র রাজনীতিতে উদীয়মান নতুন নেতৃত্বের আবির্ভাব ঘটেছে। আন্দোলন–সংগ্রামের মাঠে সক্রিয় ভূমিকার মাধ্যমে পরিচিত হয়ে ওঠা তরুণ ছাত্রনেতা মো. মোসাদ্দেক জাতীয় ছাত্র শক্তি দিনাজপুর জেলা কমিটির যুগ্ন সদস্য সচিব হিসেবে দায়িত্ব লাভ করেছেন। শিহ্মা জীবনে তিনি ডিপ্লোমা ইন্জিনিয়ার ( সি.এস.টি) দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শেষ করেছেন। তিনি মাত্র ২৩ বছর বয়সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা তরুণ বলিষ্ঠ ও মেধাবী নেতা সম্প্রতি প্রকাশিত জেলা কমিটিতে তাকে আনুষ্ঠানিকভাবে এ পদে ঘোষণা করা হয়।
দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের অধিকার আদায়, ন্যায্য দাবি–দাওয়া, শিক্ষা ব্যবস্থার সংস্কার ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় থাকার কারণে ছাত্র মহলে মো. মোসাদ্দেক একজন পরিচিত মুখ। সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে তাঁর সরব উপস্থিতি ও সাংগঠনিক দক্ষতা নেতৃত্ব পর্যায়ে জায়গা করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন নেতৃত্ব ঘোষণার পর দিনাজপুরের ছাত্র সমাজে ব্যাপক আশাবাদ লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা মনে করছেন, মো. মোসাদ্দেকের মতো মেধাবী, পরিশ্রমী ও সংগঠকসুলভ নেতৃত্বে জাতীয় ছাত্র শক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের সমস্যা নিয়ে জোরালো ভূমিকা পালন, প্রযুক্তিনির্ভর চিন্তাধারা ও ইতিবাচক রাজনীতির মাধ্যমে একটি সচেতন ও দায়িত্বশীল ছাত্র সমাজ গঠনে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।
এদিকে দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মো. মোসাদ্দেক বলেন, “আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, তা যেন বৃথা না যায় সেজন্য সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো। ছাত্র সমাজের ন্যায্য অধিকার আদায় এবং একটি আধুনিক, মানবিক ও প্রগতিশীল সমাজ গঠনে জাতীয় ছাত্র শক্তির পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।”
নতুন এই নেতৃত্বের মাধ্যমে দিনাজপুরে ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে—এমন প্রত্যাশা প্রকাশ করেছেন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের সচেতন মহল।

