ঢাকাবুধবার , ২৬ মে ২০২১
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

ছিনতাই, কবি রফিকুল ইসলাম রাইসুল

একুশে বার্তা
মে ২৬, ২০২১ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

সুখগুলো ছিনতাই হয়ে গেছে অন্ধবেশে,
বিশ্বাসের ভাঙা-ব্রীজে তবুও আঁকছি মেঘবন্দি দ্বিধাগ্রস্ত ঘেঁষে।
বেদনার দীর্ঘরাত্রি শেষে,
দুঃখ পুড়িয়ে তবু দ্যাখা হউক
স্বপ্ন শুভ্রতা মিশে।

চন্দ্র হাসছে,
মানুষও অদ্ভুত নিয়মে হাসছে।
মেঘ কাঁদছে,
মানুষও কাঁদছে,
আমিও সংগোপনে অঝোর কাঁদছি,
কেন এতো কাঁদা,কেন কাঁদবে মানুষ?
বৃষ্টির মতো সবকান্না মুছে যাক,
ধ্বংশযজ্ঞ সব বারুদ নিভে গিয়ে
মানুষ পাক প্রণয়ের ডাক।

সে কবে নাগাদ অন্ধকার হাতে নিয়ে দাঁড়িয়ে আছি,
এক মুঠো আলো পেলে যেন বাঁচি।
গোপনে জলোচ্ছ্বাস নামানো অশ্রুহীন চোখে,
দীর্ঘশ্বাস জমানো অবলা বুকে।
একটু তো শান্তি চাই,
সংঘাত নয়,সন্ধি চাই।

একটি সাদা ধবধবে ফুলের মতো,
নীড়ধরা পাখির মতো,
সদ্য গজানো গোলাপ,গুল্মের মতো,
গহীন শহরে হেঁটে হেঁটে এক চিলতা জ্যোৎস্না খাওয়া ভবঘুরের মতো।
আমিও এই পৃথিবীভেদ করে বাঁচতে চাই,
একটু আলো চাই,
দেবে কি?কে দেবে আলো?
আমিও তো মানুষ,যন্ত্র তো না?
থাকতে চাই অল্পখানেক ভালো।

কবি-রফিকুল ইসলাম রাইসুল

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x