ঢাকামঙ্গলবার , ২৮ ডিসেম্বর ২০২১
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

পেকুয়ায় ২য় বারের মত পর্দা উঠছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ২৮, ২০২১ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম বাহার,পেকুয়া: কক্সবাজারে পেকুয়ায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। ৩১ ডিসেম্বর উপজেলার টৈটং ইউনিয়নের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

উৎসব মুখরিত ফুটবল উপহার দিতে ক্রীড়াঙ্গনের দেশের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল তারকাদের নিয়ে শক্তিশালী ফুটবল দল গঠিত হয়েছে।
৩১ ডিসেম্বর( শুক্রবার) আলহাজ্ব জাফর আলম সাংসদ প্রদত্ত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় দুই শক্তিশালী দল মাঠে মোকাবেলা করবে,
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অন্যতম শক্তিশালী দল হাটহাজারী আর জে ফুটবল একাডেমী বনাম বাঁশখালী উপজেলার শক্তিশালী ফুটবল দল ছোটন স্মৃতি থ্রী স্টার ফুটবল একাডেমী।

দুই দলেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকা খেলোয়াড় থাকবে। এ ছাড়াও কান্ট্রি লীগে অংশগ্রহণকারী বেশ কয়েকজন বিদেশী খেলোয়াড় ওই দিন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানসহ টুর্নামেন্টের পূর্ব প্রস্তুতি হিসেবে আয়োজক কমিটি শেষ করেছে।

২৮ ডিসেম্বর টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক টৈটং নিউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী
ক্রীড়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ টইটংয়ের ব্যবসায়ীসহ ক্রীড়া অনুরাগীরাদের সাথে বৈঠক করেন।
ওই দিন বিকেলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট আয়োজক কমিটি আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে মিলিত হন। আয়োজক কমিটির প্রধান ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক টৈটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় আয়োজক কমিটির অন্যতম পরামর্শক ও ক্রীড়া ব্যক্তিত্ব টৈটং ইউপির সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ বিএ, ইউপির প্যানেল চেয়ারম্যান হাজী শাহাব উদ্দিন সিকদার, ইউপি সদস্য কাইছার মো: ইলিয়াছ প্রকাশ রোকন উদ্দিন, ইউপি সদস্য আবদুল হক, কৃষকলীগের সাধারন সম্পাদক নেছার উদ্দিন, ওয়ার্ড আ’লীগ নেতা আবদুল হামিদ, আবুল বশর কালুসহ বিপুল পরিমাণ স্থানীয়রা উপস্থিত ছিলেন। ইউপির সচিব আবদুল আলীমের সঞ্চালনায় এ সময় পেকুয়ার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির প্রধান ও টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, ক্রীড়া ও সাংষ্কৃতিক বিকাশের মাধ্যমে এ অঞ্চলের মানুষের যে ভ্রাতৃত্ব সেটি এ টুর্ণামেন্টের আমরা প্রতিফলন ঘটাতে চাই। গত বছর এ টুর্ণামেন্টের সূচনা হয়েছিল। প্রতিকুল অবস্থার মধ্যেও ক্রীড়া অনুরাগীরা এ মাঠে এসে ফুটবল খেলা উপভোগ করেছেন। হাজার হাজার দর্শক শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপস্থিত হয়ে ফুটবল খেলাকে উপভোগ্য করে। আমি আশা করবো গতবারের চেয়ে এ টুর্ণামেন্ট আরো বেশী প্রাণোচ্ছল ও উৎসবমুখর হবে। গতবারে কিছুটা দুর্বল টীম অংশ নিয়েছিল। এবারের টীমগুলি অত্যন্ত শক্তিশালী। আন্তর্জাতিক মানের ফুটবল তারকারা এবারে টইটংয়ের মাঠে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করবে। ব্রাজিল, আর্জেন্টিনা, নাইজেরিয়ান, সেনেগাল, ইরান, ইরাক, ফ্রান্সসহ বিভিন্ন দেশের খেলোয়াড়রা এবার এ মাঠে দেখতে পারবেন। যারা বিভিন্ন দেশে এসে কাউন্ট্রী লীগে খেলে। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে এ টুর্ণামেন্টের সার্বিক সফলতা ও প্রচার প্রসার যাতে দ্রুত সে সহযোগিতা কামনা করছি।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x