ঢাকাবৃহস্পতিবার , ২৭ মে ২০২১
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

একদিন পিছিয়ে গেল শ্রীলঙ্কান দলের ফেরা

একুশে বার্তা
মে ২৭, ২০২১ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক নিউজ:
সূচি অনুযায়ী ২৮ মে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলে আগামী ২৯ মে ঢাকা ছাড়ার কথা ছিল শ্রীলঙ্কা দলের। তবে নির্ধারিত দিনে দেশে ফেরা হচ্ছে না সফরকারীদের। একদিন পিছিয়ে আগামী ৩০ মে বিশেষ বিমানে ফিরে যাবে শ্রীলঙ্কা দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা ঢাকা পোস্টকে বলেন, ‘শ্রীলঙ্কা দলের ফিরে যাওয়ার কথা ছিল ২৯ মে। তবে সেদিন তাদের যাওয়া হচ্ছে না। করোনাভাইরাস প্রটোকলের জন্য ফেরার তারিখ পিছিয়ে ৩০ মে করা হয়েছে। বাংলাদেশে আসার সময় তারা শিডিউল ফ্লাইটে আসলেও এবার ফিরবে চার্টার্ডে, এজন্যই তারিখ পরিবর্তন হয়েছে।’

মূলত আগামী জুনের মাঝামাঝি ইংল্যান্ডের সঙ্গে সমান ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ রয়েছে শ্রীলঙ্কার। তার আগে ঝুঁকিতে যেতে চাইছে না তারা। এর আগে সাধারণ ফ্লাইটে বাংলাদেশে আসে কুশাল পেরেরারা। এখানে এসে তিনজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। পরে অবশ্য দ্বিতীয় পরীক্ষায় দুজনের ফল নেগেটিভ আসে। এজন্য এবার ভাড়া করা বিমানে ফেরার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কানরা।

বিসিবির মেডিক্যাল বিভাগের এক কর্তা বলেন, ‘শ্রীলঙ্কা দলের দেশে ফেরা একদিন পিছানোর জন্য কোনো মেডিক্যাল ইস্যু নেই। আগামীকাল (২৮ মে) তাদের করোনাভাইরাস পরীক্ষা করা হবে। নেগেটিভ আসলে ফিরে যেতে পারবেন। আগের পরীক্ষায় শিরান ফার্নান্দোর ফল নেগেটিভ আসায় শ্রীলঙ্কা দলের দেশে ফেরা নিয়ে এখনো কোনো শঙ্কা নেই।’

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x