কচাকাটায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানায় (প্রস্তাবিত উপজেলা) কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় থানায় ওসির কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সভায় নবাগত ওসি মোঃ সোহেল রানা বলেন, পুলিশ আইনের ধারক ও বাহক। জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়া পুলিশের দায়িত্ব। আমি এই থানায় মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করব। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আমি যতদিন এই থানায় দায়িত্বে থাকব ততদিন মাদক, সামাজিক অপরাধসহ যে কোনো অনিয়ম দমনে কঠোর অবস্থানে থাকব। সেবা প্রার্থীরা হয়রানির শিকার হবে না এ নিশ্চয়তা দিতে চাই। সাংবাদিকদের পাশে পেলে আইনশৃঙ্খলা আরও শক্তিশালী হবে।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিক নেতারা নবাগত ওসিকে স্বাগত জানিয়ে বলেন, সাংবাদিকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং গণমানুষের কথা তুলে ধরেন। কচাকাটা থানাকে (প্রস্তাবিত উপজেলা) মাদক নির্মূল, সেবা গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হলে পুলিশের প্রতি জনগণের বিশ্বাস আরো সুদৃঢ় হবে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পুলিশের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
মতবিনিময় সভায় সাংবাদিক মোঃ ফরিদুল ইসলাম, মোঃ রাশেদুল ইসলাম (রাশু), মোঃ জহুরুল হক, মোঃ আলেফ উদ্দিন, মোঃ তাইজুল ইসলামসহ ইলেক্ট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

