কচাকাটায় ছাত্রশিবিরের শীতবস্ত্র উপহার প্রদান
“দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির”।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেডিকেল জোনের উদ্যোগে কচাকাটা থানা শাখার আয়োজনে শীতার্দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) কাইয়ারচর মাদ্রাসা মাঠে এ কর্মসূচিতে শতাধিক শীতার্ত মানুষকে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে কচাকাটা থানা সভাপতি মাহমুদুন্নবী আতিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে শিবির সভাপতি বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি দেশপ্রেমী সংগঠন। সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত দারিদ্রপীড়িত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমস্যা-সংকট দূর করে সচ্ছলতা-স্বনির্ভরতা ফেরানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। আজকের শীতবস্ত্র বিতরণ আমাদের মানবিক কার্যক্রমেরই অংশ।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত অনেকের কাছে উপভোগের হলেও গরিব, অসহায় ও হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য কষ্টের। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা আমীর মাওলানা এনামুল হক সাহেব। এ ছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবির মেডিকেল জোন শাখার এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

