ঢাকামঙ্গলবার , ২২ মার্চ ২০২২
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

পেকুয়ায় ৫৩২ বস্তা সরকারি চাল জব্দ

স্টাফ রিপোর্টার
মার্চ ২২, ২০২২ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে সরকারি বরাদ্দকৃত খাদ্য অধিদপ্তরের ৫৩২’শত বস্তা চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা ও সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাতের নেতৃত্বে উপজেলার সদর ইউপির চড়াপাড়া এলাকার একটি গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গোডাউনের মালিক দিদারকে আটক করে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। আটককৃত দিদার একই এলাকার কামাল হোসেনের ছেলে বলে জানা গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে বড় একটা ট্রাকে করে দিদার এই চাল গুলো তাঁর গোডাউনে নিয়ে আসে। স্থায়ীরা বিষয়টি জানতে পারে ওই গোডাউনে তালা লাগিয়ে সংবাদকর্মীদের খবর দেয়। পরে সংবাদকর্মীরা ইউএনও কে বিষয়টি অবিহিত করলে তিনি সাথে সাথে সহকারী কমিশনার (ভূমি) কে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পাঠান। ওই গোডাউন চেক করে সরকারি বরাদ্দকৃত খাদ্য অধিদপ্তরের ৫৩২শত বস্তা চাল জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা গিয়ে ওই গোডাউন সিলগালাসহ গোডাউনের মালিক দিদারকে আটক করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত বলেন, সংবাদকর্মীদের তথ্যের ভিত্তিতে আমরা এসব চালগুলো জব্দ করেছি। তাঁর কাছে সঠিক কোন তথ্য প্রমাণ না পাওয়ায় তাকে আমরা বিশেষ ক্ষমতাবলে পুলিশ হেফাজতে নিয়ে আসি। ওই গোডাউনটি সিলগালা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x