ঢাকাবৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০২২
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি পিছপা হবোনাঃ পুলিশ সুপার মাহফুজুল ইসলাম

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১, ২০২২ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ওসমান গনি ইলি, কক্সবাজার: কক্সবাজার নবগত পুলিশ সুপার মাহফুজুল ইসলাম প্রোএকটিভ পুলিশিং এর মাধ্যমে অপরাধীদের দমন করা হবে বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজারে কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ সুপার বলেন, পেশাদারিত্ব, দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে সর্বোচ্চ দায়িত্ব পালন করবে জেলা পুলিশ। সন্ত্রাসবাদ ও উগ্রবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি থাকবে। প্রোএকটিভ পুলিশিং এর মাধ্যমে অপরাধীদের দমন করা হবে।’
দায়িত্ব গ্রহণের পর আগামীর কর্মপরিকল্পনার কথা তুলে ধরে পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘জমে থাকা মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে আদালতে প্রতিবেদন জমা দেয়া আমার অন্যতম দায়িত্ব হবে।’
এটাও বলতে চাই, হোটেল-মোটেল ও রিসোর্টে কোন চাঁদাবাজি চলবে না। সন্ত্রাসী থাকবেনা। সর্বোচ্চ পেশাদারিত্ব ও নির্মোহভাবে এই কাজটি করবে জেলা পুলিশ।

তিনি আরো বলেন,কক্সবাজার জেলায় মাদকের ডামাডোল। যা বাংলাদেশে অলমোস্ট সবাই জানে। মাদক এবং চোরাচালান নিয়ন্ত্রণ করাই হবে আমার অন্যতম মিশন। এটাকে শূন্যের কোটায় নিয়ে আসার প্রচেষ্টা থাকবে। এজন্য সকলের সহযোগিতায় একসঙ্গে কাজ করতে চাই। জেলার আইন-শৃঙ্খলা সুন্দর এবং স্বাভাবিক রাখা আমার অন্যতম কাজ হবে।

সেবাবান্ধব পুলিশিং কার্যক্রমের কথা ইঙ্গিত দিয়ে নবাগত এসপি বলেন, ‘জেলার সকল থানা হবে সাধারণ মানুষের ভরসার আশ্রয়স্থল। কোন ধরনের পুলিশি হয়রানির চলবে না। কারো বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সাংবাদিকদের উদ্দেশ্য করে পুলিশ সুপার বলেন, ‘আপনার এখানকার স্থানীয় বাসিন্দা। কে কোন ধরনের অপরাধে জড়িত, কারা মানব পাচার করছে কিংবা কারা উগ্রবাদীতার দিকে ধাবিত হচ্ছে, আপনারা অবগত। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি পিছপা হব না। দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা চাই।’

পুলিশি সেবা নিশ্চিত ও আইনশৃঙ্খলা উন্নত করতে জেলার প্রত্যেকটা নাগরিকের কাছে আমি সহযোগিতা কামনা করেন এসপি মো. মাহফুজুল ইসলাম।
পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x