পঞ্চগড়ে ৮ মাস ধরে বেতন পাচ্ছেন না ১১০ টি কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপিরা

পঞ্চগড় জেলার বোদা উপজেলার সিএইচসিপি নুরনবী ইসলাম বলেন “নিয়মিত অফিস করি, কিন্তু গত ৮ মাস বেতন পাইনা—এর থেকে অপমানের আর কী আছে ? সংসারের ভরন পোষন চালানো আর সম্ভব হচ্ছেনা, কাছের মানুষগুলো টাকা ধার দিতে ভয় পান, কারণ আমাদের বেতন হয়না,” খুবই মানবেতর জীবনযাপন করছেন, আক্ষেপ করে কথাগুলো “একুশে বার্তা “পঞ্চগড় জেলা প্রতিনিধী শাহজাহান আলীকে বলছিলেন ।তিনি বোদা উপজেলার কামাত মানিকচাঁদ কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)।
মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশজুড়ে কাজ করছেন কমিউনিটি ক্লিনিকের প্রায় ১৪,০০০ সিএইচসিপি। পঞ্চগড় জেলায় মোট ১১০ টি কমিউনিটি ক্লিনিক আছে, তাদের সবারই অবস্থা এখন নুরনবী ইসলামের মতো। জেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরা প্রায় একই অভিযোগ করেন।
অনেক ক্লিনিকে ওষুধের সংকটও দেখা দিচ্ছে। এমন পরিস্থিতিতে কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবা নেওয়ার হারও কমতে শুরু করেছে দিন দিন সাধারন মানুষের মাঝে অসন্তোষ বারছে।
চলতি মার্চ মাসের মাঝামাঝি থেকে সিএইচসিপিদের বেতন দেওয়া শুরু হবে জানিয়েছেন কমিউনিটি ক্লিনিক এর লাইন ডাইরেক্টর ডা:হাবিবুর রহমান। তিনি বলেন, “ঈদের আগেই তারা (সিএইচসিপিরা) চলতি রমজানের ঈদবোনাস সহ সাড়ে তিন মাসের বেতন পাবেন।”