১৫ বছর পর প্রকাশ্যে দুমকীতে জামায়াতের ইফতার মাহফিল

১৫ বছর পর প্রকাশ্যে ইফতার মাহফিল ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলার দুমকী উপজেলা শাখার নেতাকর্মীরা।
বৃহস্পতিবার( ১৩ মার্চ) বিকেল ৪টায় নাসিমা কেরামত বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত আয়োজনে পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা নায়েবে আমির ও পটুয়াখালী-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল আহসান।
দুমকী উপজেলা জামায়াতের আমির হযরত মাওলানা মোহাম্মদ আলতাফ হোসাইনের সঞ্চালনায় এবং হযরত মাওলানা মো: জালাল আহম্মেদ খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারী অধ্যাপক মো: শহীদুল ইসলাম আল কায়সারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্যানেল উস্তাদ তালি মুল কুরআন বিভাগ হজরত মাওলানা মোহাম্মদ মুহিবুল্লাহ আনসারী, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা মো. আবুল খায়ের, সদস্য সচিব মাওলানা মোঃ হাবিবুর রহমান পলাশ, ফেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন বাবু প্রমুখ।সর্বশেষ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া-মোনাজাত করা হয়।