সিরাজগঞ্জের রায়গঞ্জে অফিস সহায়ক মোমিনের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জে অফিস সহায়ক মোমিনের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ। ফাইল ছবি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক (পিয়ন) আব্দুল মোমিনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে বলা হয়, মোমিন নিজেকে কখনও নায়েব, কখনও সহকারী নায়েব পরিচয় দিয়ে সাধারণ জনগণের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করতেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রতি নামজারিতে ১০ হাজার থেকে লক্ষ টাকা পর্যন্ত আদায়, মিস কেসের প্রতিবেদনের জন্য ঘুষ গ্রহণ, সরকারি ফি ছাড়া অতিরিক্ত অর্থ আদায়, ভূমি উন্নয়ন কর এবং হোল্ডিং খোলার ক্ষেত্রে দুর্নীতি, এমনকি সরকারি খতিয়ান বইয়ের ফটোকপি বিক্রির মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়া—এসব অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মোমিন কোনো মন্তব্য করতে রাজি হননি। তার বিরুদ্ধে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহ বিভিন্ন দপ্তরে ২১ জন স্বাক্ষরিত লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগকারী গোলজার হোসেন বলেন, মোমিন অফিস প্রধান সেজে জনগণের হয়রানি করে ঘুষ বাণিজ্য চালিয়েছেন।
ঘুড়কা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মনসুর উদ্দিন জানান, তিনি নতুন যোগ দিয়েছেন এবং মোমিনের বিষয়ে বিস্তারিত জানেন না। তবে তার বিরুদ্ধে অভিযোগের কথা শুনেছেন।
রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ খাদিজা খাতুন বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি কোনো মতামত দিতে পারবেন না।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটুস লরেন্স চিরান জানান, অভিযোগ তদন্তে প্রমাণিত হলে মোমিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভূক্তভোগী এলাকাবাসী জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন।