এ.এম হোবাইব সজীব,মহেশখালীঃ
জাতীয় শ্রমিকলীগ মহেশখালী উপজেলা শাখার সাংগঠনিক সন্পাদক আবু মুছা কলিমুল্লাহ’র বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত সহ দাঁত ভাঁঙ্গা জবাব দেয়া হবে। ষড়যন্ত্রকারীদের সাবধান হবার জন্য প্রথমবারের মত অনুরোধ জানিয়েছেন। কয়লাবিদ্যুৎ প্রকল্পে স্থানীয়দের অগ্রধিকার দিতে হবে। অন্যথায় শ্রমিকদের দাবী আদায় করতে আমাদের সার্বিক সহযোগীতা থাকবে।
গত ৩ অক্টোবর শনিবার মহেশখালী উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবদু শুক্ষুরের সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনচারী উপরোক্ত কথা বলেন।
মাতারবাড়ী নতুন বাজারস্থ কেজি স্কুলের হল রুমে অনুষ্টিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাতীয় শ্রমিকলীগের দপ্তর সম্পাদক ওসমান গণি, মহেশখালী জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দু শুক্কুর, সহ-সভাপতি মোহাম্মদ জাহাংগীর, মহেশখালী উপজেলা জাতীয় শ্রমিকলীগের- সাংগঠনিক সম্পাদক আবু মুসা কলিম উল্লাহ, মহেশখালী শ্রমিকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল, মাতারবাড়ী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ প্রমূখ।
এতে জেলা, উপজেলা ইউনিয়ন শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।