শেরপুরে ভ্রাম্যমান বইমেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শেরপুরে ভ্রাম্যমান বইমেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। ছবি এম. সুরুজ্জামান
শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ভ্রাম্যমান বইমেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে শেরপুর ডিসি উদ্যানে মুক্তমঞ্চে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইমেলার সংগঠক মনিরুজ্জামান, প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন এবং বিশেষ অতিথি ছিলেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কবি ও সাংবাদিক রফিক মজিদ।
প্রতিযোগিতায় গ্রামের দৃশ্য, নবান্ন উৎসব ও বসন্ত উৎসব নিয়ে তিনটি পৃথক গ্রুপে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
বইমেলার আয়োজকরা জানান, কাগজের বই পড়ার প্রতি আগ্রহ তৈরি করতে সারাদেশে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলার আয়োজন করা হচ্ছে। শেরপুরে চার দিনব্যাপী এই মেলার শেষ দিনে শিশুদের প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। মেলায় প্রায় ১০ হাজার বইয়ের সমাহার ছিল।