শেরপুরে প্রাইভেটকার ভর্তি ভারতীয় চোরাই পণ্যসহ আটক ৩

শেরপুরে প্রাইভেটকার ভর্তি ভারতীয় চোরাই পণ্যসহ আটক ৩
শেরপুরে প্রাইভেটকার ভর্তি ভারতীয় চোরাই পণ্যসহ আটক ৩
শেরপুরের ঝিনাইগাতীতে চোরাই পথে আনা ভারতীয় পণ্যসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এ সময় এক নারী পাচারকারীসহ তিনজনকে আটক করা হয়।
সোমবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার সদর বাজারের থানামোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—
🔹 মায়ারুল ইসলাম (৩৫), পিতা: আবুল হোসেন, ঠিকানা: বক্তারপুর, ঢাকা।
🔹 সুমি আক্তার মৌসুমি (২৫), পিতা: সুরুজ মিয়া, ঠিকানা: পুড়াবাড়ি।
🔹 সৈয়দ মাহমুদ রিয়াদ সাগর (৪৩), পিতা: মৃত সৈয়দ রওশান, ঠিকানা: নাওয়া গ্রাম, লোহাগড়া, নড়াইল।
অভিযানের বিস্তারিতঃ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুল ওয়াহাবের নেতৃত্বে পুলিশের একটি দল থানামোড়ে অভিযান চালিয়ে সাদা রঙের হাইস গাড়িটি আটক করে। তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি, কাপড়, ফেইসওয়াশ ও স্যান্ডেল উদ্ধার করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
পুলিশ আরও জানায়, আটককৃত নারীসহ দুইজন চোরাকারবারি বেদে সম্প্রদায়ের সদস্য। তাদের আত্মীয়স্বজন ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই বেদে পল্লীতে রয়েছে। দীর্ঘদিন ধরে তারা এই পল্লী থেকে চোরাচালান ব্যবসা পরিচালনা করে আসছিল।
পুলিশের বক্তব্যঃ
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন বলেন, “আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”