শেরপুরে অবৈধ বালু পরিবহনের দায়ে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরে অবৈধ বালু পরিবহনের দায়ে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫টি বালুবাহী ট্রাককে আটক করা হয়েছে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে প্রতিটি ট্রাককে ৫০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান। অভিযানে তাকে সহায়তা করেন স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।