শাশ্বত বিপ্লবী- লতিফুর রহমান: এক অমর কাব্যগাঁথা

লতিফুর রহমানের ‘শাশ্বত বিপ্লবী’ কবিতাটি শুধু একটি কাব্য নয়, এটি যেন এক জীবন্ত ইতিহাস। গভীর রাতে, আঁধার পথে, নিঝুম তারার আলোয় জিয়ার ছায়া, যা রহস্যময়, তা যেন এক স্বপ্নকাব্য। মুক্তিযুদ্ধে তাঁর বজ্রকণ্ঠ, স্বাধীনতার আহ্বান, সৈনিক বেশে দেশ রক্ষায় তাঁর অসীম অবদান, প্রতিটি পঙ্ক্তিতে যেন জীবন্ত হয়ে উঠেছে।
শাশ্বত বিপ্লবী
গভীর রাতে, আঁধার পথে, নিঝুম তারার আলো,
জিয়ার ছায়া, রহস্যময়, যেন স্বপ্ন কালো।
মুক্তিযুদ্ধে বজ্রকণ্ঠ, স্বাধীনতার আহ্বান,
সৈনিক বেশে, দেশ রক্ষায়, অসীম তাঁর অবদান।
স্বাধীনতা, তুমি শহীদের রক্তে ভেজা ইতিহাস, অশ্রুর সাক্ষী।
তুমি শোষিত প্রাণের বজ্রধ্বনি, অসীম সাহসের প্রতীক, অনন্ত বিশ্বাসের ভিত্তি।
রাজনীতির মঞ্চে এসে, নতুন এক অধ্যায়,
দেশ গড়ার স্বপ্ন নিয়ে, দৃঢ় তাঁর প্রত্যয়।
স্বাধীনতা, তুমি হৃদয়ের স্পন্দন, মুক্ত বাতাসের উচ্ছ্বাস।
তুমি বাঁধনহারা মুক্তির পথ, রুদ্ধশ্বাসের মুক্তি-উল্লাস।
গ্রাম-বাংলার পথে হেঁটে, মানুষেরই পাশে,
উন্নয়নের স্বপ্ন বোনা, প্রতিটি নিঃশ্বাসে।
তুমি অন্যায়ের বিরুদ্ধে বজ্রনিনাদ, গোলামির শিকল ভাঙার হাতিয়ার, বীর সন্তানের দৃঢ় প্রতিজ্ঞা।
মেঘলা দিনে, ঝড়ের রাতে, হঠাৎ নিভে যাওয়া,
রহস্যের জালে ঢাকা, নীরব হয়ে যাওয়া।
স্বাধীনতা, তুমি নজরুলের বিদ্রোহী চেতনা, রবীন্দ্রনাথের মানবতার আলো, সুকান্তের আগুনঝরা কবিতা, তুমি মুক্তি, আলোর দিশা।
স্মৃতির পাতায় আজও তিনি, উজ্জ্বল নক্ষত্র,
জিয়া মানেই দেশপ্রেম, যেন এক পবিত্র মন্ত্র।
তুমি শামসুরের বজ্রকণ্ঠের সুর, অলোকরঞ্জন দাশগুপ্তের অগ্নিবাণী, প্রাণে জাগানো নতুন সুর।
তাঁর দেখানো পথ ধরে, আজও চলে দেশ,
জিয়ার স্মৃতি অমলিন, হৃদয়ে অশেষ।
স্বাধীনতা, তুমি জীবনানন্দের সবুজ স্বপ্ন, জসীমউদ্দীনের গ্রামবাংলার রূপকথা, আহসান হাবীবের তারুণ্যের উদ্দীপনা, সুধীর দত্তের আত্মদর্শন।
রহস্যের চাদর ঢাকা, তাঁর জীবনগাঁথা,
স্বাধীনতার ইতিহাসে, তিনি এক অমর কথা।
তুমি শাশ্বত, বিপ্লবী কণ্ঠের সিঁড়ি, জাতির চিরন্তন উজ্জ্বল ছায়া, আত্মবিশ্বাসের চিরন্তন রেখা।
স্বাধীনতা, তুমি মুক্তি, তুমি আকাশ, জীবনের সব রঙে তোমার ছোঁয়া।