রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত প্রায় ৪ হাজার হোস্ট টিচারকে ঈদের আগে ছাটাই করল UNICEF

রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত প্রায় ৪ হাজার হোস্ট টিচারকে ঈদের আগে ছাঁটাই করার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং অমানবিক। এই শিক্ষকরা শুধু চাকরি করছিলেন না, বরং একটি সংকটাপন্ন জনগোষ্ঠীর পাশে থেকে মানবিক ও শিক্ষাগত সহায়তা দিয়ে যাচ্ছিলেন। ২০১৭ সালের পর উখিয়া-টেকনাফ অঞ্চলের স্থানীয় জনগণ নানা অর্থনৈতিক ও সামাজিক চাপে রয়েছেন। হোস্ট টিচাররা ছিলেন সেই চাপে কিছুটা স্বস্তির প্রতীক। তাঁদের বেকার করে দেওয়া মানে, স্থানীয় মানুষের আরও একটি কর্মসংস্থানের দ্বার বন্ধ করে দেওয়া।
আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, অতীতে RRRC কর্তৃপক্ষ যেসব প্রতিশ্রুতি দিয়েছিল (যেমন বেতন বৃদ্ধি, চাকরির নিরাপত্তা), তা বাস্তবায়ন হয়নি—এটা হোস্ট টিচারদের সঙ্গে প্রতারণার শামিল। এর ফলে না শুধু তাদের পরিবার সংকটে পড়বে, বরং সমাজে অসন্তোষ ও অস্থিরতাও বাড়তে পারে।
রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ RRRC কমিশনার, জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট সবার কাছে আহ্বান জানিয়েছেন যে বিষয়টি অবিলম্বে পুনর্বিবেচনা করে শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য এবং একটি দীর্ঘমেয়াদি, ন্যায়ভিত্তিক সমাধান নিশ্চিত করার