খুঁজুন
সোমবার, ২৩ জুন, ২০২৫, ৯ আষাঢ়, ১৪৩২

রোহিঙ্গা ক্যাম্পে ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপন ও ব্যবহারের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে

ওসমান/জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৪:৩২ অপরাহ্ণ
রোহিঙ্গা ক্যাম্পে ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপন ও ব্যবহারের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে

রোহিঙ্গা ক্যাম্পে ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপন ও ব্যবহারের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী মোবাইল নেটওয়ার্ক সীমিত করার পরও, রোহিঙ্গারা বিকল্প উপায়ে ওয়াইফাই সংযোগ স্থাপন করছে। ক্যাম্পের অভ্যন্তরে কয়েকজন মিলে মাসিক ১ হাজার টাকার বিনিময়ে ওয়াইফাই নেটওয়ার্ক গ্রহণ করছে, যা তাদের মোবাইল নেটওয়ার্ক ব্যবহারে সহায়তা করছে।

এছাড়াও, রোহিঙ্গা অপরাধীরা মিয়ানমারের মোবাইল নেটওয়ার্ক ও ওয়াকিটকি ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। এতে করে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়িয়ে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনির নজরদারি বাড়ানো উচিৎ বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে অপরাধীরা তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

দিনাজপুর চিরিরবন্দর স্টেশনে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।
প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ণ
দিনাজপুর চিরিরবন্দর স্টেশনে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত

দিনাজপুর চিরিবন্দর স্টেশনে আজ ২০ জুন দুই ঘণ্টার ব্যাবধানে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় তাদের উভয়ের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ওসি চিরিরবন্দর থানা মো: আ: ওয়দুদ নিহতদের পরিচয় জানিয়েছেন। তিনি আরো বলেছেন আমরা ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করেছি। লাস্ট পোস্টমেডাম এর জন্য নেয়া হয়েছে।
দিনাজপুর চিরিরবন্দর স্টেশনে দোলনচাঁপা ট্রেনে কাটা পড়ে সকাল ৯:৩০ ঘটিকায় ১ জন বৃদ্ধা মহিলা নিহত।
নিহতের নাম আন্জুয়ারা বেগম, স্বামী- আখতার হোসেন, সাং- বাসুদেবপুর, থানা- চিরিরবন্দর, জেলা- দিনাজপুর।
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুপুর ১২ ঘটিকার সময় একজন পুরুষ নিহত। নিহতের পরিচয় জিয়াউর রহমান, মো: এন্তাজুল হক, সাং- পশ্চিম সাইতারা, থানা- চিরিরবন্দর, জেলা- দিনাজপুর।

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষাশিবির -২৫ অনুষ্ঠিত

মোঃ মাইদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ২:৫৫ অপরাহ্ণ
কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষাশিবির -২৫ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখার উদ্দোগে দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষাশিবির’ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ৷

১৯ জুন ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে জেলা সেক্রেটারী মাও: নিজাম উদ্দিনের পরিচালনায় কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদ হল রুমে জেলার সদস্যদের (রুকন) নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়৷

শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসাবে ছিলেন – বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবর রহমান ( সাবেক এম.পি) ৷

বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন – সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর- দিনাজপুর অঞ্চল পরিচালক মাও: আব্দুল হালিম , কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাও: মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহাবুর রহমান বেলাল, অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ ৷

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- আখিরাতের সফলতাই আমাদের প্রকৃত সফলতা ৷ আমাদের সকল কাজে আখিরাত জড়িত ৷ আমরা রাসুল সা: এর আদর্শের একটি কল্যান রাষ্ট গড়তে চাই, কুরআন প্রতিষ্ঠা করতে চাই ৷ সমাজের সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা, চাঁদাবাজি সহ সকল হারাম বন্ধ করতে রাষ্ট্রীয় ভাবে কুরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নাই ৷
কুরআনের শাসন কায়েম হলে আমাদের জন্য ইসলাম মানা সহজ হবে ৷

তিনি আরো বলেন, পরামর্শ ভিত্তিক রাষ্ট্র চালানো ইসলামের শিক্ষা। বিগত ১৭ বছরে পরামর্শ ক্রমে দেশ চালানো হয় নাই। এমনকি কারো মত প্রকাশ করার সুযোগ দেয়া হয়নি।

বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছিল ৷ আগামী নির্বাচনে যেন মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ পায় এ মানসিকতা সৃষ্টির জন্য আমাদের কাজ করতে হবে এবং সামনে আমাদের ব্যালট বিপ্লবের মাধ্যমে সুশাসন কায়েম করতে হবে ৷

তিনি এও আশা প্রকাশ করেন যে, আল আকসা বিজয়ের মাধ্যমে পুরো দুনিয়ায় ইসলাম বিজয়ী হবে, ইনশাআল্লাহ ৷

বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন- ইসলামী আন্দোলনের পথে বিভিন্ন সমস্যা, চ্যালেন্জ মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ৷ এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ইসলামী আন্দোলনের জন্য সম্ভবনার। এ সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সকল ইসলামী দল ও শক্তিকে একজোগে কাজ করতে হবে। প্রোপাগান্ডায় বিভ্রান্ত হওয়া যাবে না।

দিনাজপুরে আম, কৃষি প্রযুক্তি ও ফল মেলার উদ্ভোদন হয়েছে

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ
দিনাজপুরে আম, কৃষি প্রযুক্তি  ও ফল মেলার উদ্ভোদন হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 32768;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;

দিনাজপুরে তিন দিনব্যাপী আম, কৃষি ও প্রযুক্তি মেলা ১৯ জুন ২০২৫ বৃহস্পতিবার সকালে দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে দিনাজপুর জেলা ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ১৯-২১ জুন তিন দিনব্যাপী আম, কৃষি প্রযুক্তি ও ফল মেলা ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠিত মেলার র‌্যালী, বেলুন-ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। মেলার উদ্বোধন শেষে উত্তরণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর স্টলসহ বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এরপর মেলা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আফজাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ মুশফিকুর রহমান, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবুরেজা মোঃ আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান, দিনাজপুর পাট বীজ খামার নশিপুর উপপরিচালক ড. মোঃ সুলতানুল আলম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমির মোঃ সিরাজুস সালেহীন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান। পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন হর্টিকালচার সেন্টারের মাসকুরা খাতুন।
উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কৃষি অধিদপ্তরের মোহাম্মদ খুরশীদ হাসান হাসান ও লুৎফুন নাহার।