দুমকীতে সড়ক দুর্ঘটনা
রাস্তা পার হতে গিয়ে দুমকীতে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

পটুয়াখালী-বরিশাল মহাসড়ক পার হয়ে ওষুধ কিনতে গিয়ে দুমকীতে মাইক্রোবাসের ধাক্কায় আছিয়া(৫৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
নিহত আছিয়া উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা গ্রামের মৃত. হারুন হাওলাদারের স্ত্রী।
শুক্রবার(৪ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকার এর বাড়ির সামনে পটুয়াখালী-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, বাড়ি থেকে নাতিকে সাথে নিয়ে ঔষুধ কিনতে পটুয়াখালী-বরিশাল মহাসড়ক পার হয়ে অপর প্রান্তে যাচ্ছিলেন আছিয়া। এসময় পটুয়াখালীগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে সাথে থাকা নাতি অক্ষত রয়েছে। মুহুর্তেই এ খবর ছড়িয়ে পড়লে প্রায় ঘন্টাখানেক সময় ধরে মহাসড়ক অবরুদ্ধ করে রাখে স্থানীয় লোকজন।
দুমকি থানা অফিসার ইনচার্জ(ওসি)মোঃ জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘাতক মাইক্রোবাসটি সনাক্তের কাজ চলছে।