রামু প্রতিনিধি : সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগ ২০২২ চ্যাম্পিয়ন হয়েছে আবীর বড়ুয়া স্মৃতি ফুটবল দল। ফাইনালে ভালো খেলেও শিরোপা জয়ের পথে পিছিয়ে পড়ে নিকাশ বড়ুয়া স্মৃতি ফুটবল দল। গতকাল শুক্রবার রামু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আবীর বড়ুয়া স্মৃতি ফুটবল দল ১-০ গোলে নিকাশ বড়ুয়া স্মৃতি ফুটবল দলকে পরাজিত করে। শিপন বড়ুয়ার একমাত্র গোলে শিরোপা জিতে চ্যাম্পিয়ান ট্রফি অর্জন করে আবীর বড়ুয়া স্মৃতি ফুটবল দল। শুক্রবার রামু সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগ ২০২২ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান করেন, ফাইনাল খেলার প্রধান অতিথি কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নিবার্চিত হন, প্রয়াত সাংবাদিক আবীর বড়ুয়া স্মৃতি ফুটবল দলের শিপন বড়ুয়া ও নিকাশ বড়ুয়া স্মৃতি ফুটবল দলের বিপ্লব বড়ুয়া। ম্যান অব দ্যা টুণার্মেন্ট নিবার্চিত হয়েছেন, আবীর বড়ুয়া স্মৃতি ফুটবল দলের চম্পক বড়য়া। রামু সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগ ২০২২ এর সেরা দর্শক হিসেবে পুরস্কৃত হন, সাবেক ফুটবলার পরিমল বড়–য়া, জৈয়িতা বড়ুয়া ও তছলিম উদ্দিন সোহেল। অনুষ্ঠানে সম্মাননা ট্রফি অর্জন করে, প্লাবন বড়ুয়া স্মৃতি ফুটবল দল ও ছৈয়দ করিম স্মৃতি ফুটবল দল। রামু সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগ ২০২২ পরিচালানা কমিটির আহ্বায়ক রাজু বড়ুয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব আবুবক্কর ছিদ্দিকের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত ট্রফি বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ, ফতেখাঁকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, সহ-সভাপতি কিশোর বড়ুয়া, চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবছার কামাল, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আহ্বায়ক তরুপ বড়ুয়া, সাবেক সভাপতি ছিদ্দিক আহমদ, রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, সাবেক সভাপতি খালেদ শহীদ, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক, রামু চৌমুহনী বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সজল বড়ুয়া, সাবেক ফুটবলার পরিমল বড়ুয়া, অধীর বড়ুয়া, ডা. রবীন্দ্র শর্মা, মাহাবুব উল আলম কাজল, পুলক বড়ুয়া, প্রবাল বড়ুয়া নিশান প্রমুখ। অনুষ্ঠানে সাবেক কৃতি ফুটবলার, ক্রীড়া সংগঠক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রামু সোনালী অতীত ফুটবল ক্লাব আয়োজনে ও রামু সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগ ২০২২ এর পরিচালনায় এ লীগ টুণার্মেন্ট অনুষ্ঠিত হয়। রামু সোনালী অতীত ফুটবল ক্লাব সদস্যদের নিয়েই আয়োজত হয়েছে এ লীগ টূণার্মেন্ট। সাবেক কৃতি ফুটবলার-প্রয়াত সাংবাদিক আবীর বড়ুয়া, প্রয়াত সাবেক ফুটবলার নিকাশ বড়ুয়া, প্লাবণ বড়ুয়া ও ছৈয়দ করিম এর নামে ফুটবল দলের নামকরণ করা হয়। ফাইনাল খেলা পরিচালনায় আলী হোসেন রেফারী, সুমন দে, মিল্টন দত্ত ও কামরুল আহসান সোহেল সহকারি রেফারির দায়িত্ব পালন করেন। খেলার ধারাভাষ্যে ছিলেন সাংবাদিক নীতিশ বড়ুয়া।
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।