ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২০
  1. অপরাধ
  2. অর্থনৈতিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলা/উপজেলা
  12. জোকস
  13. ঢাকা
  14. তথ্য প্রযুক্তি
  15. ধর্ম

রামুতে বস্ত্রাধিরাজ শুভ কঠিন চীবর দান উৎসব উৎযাপিত

একুশে বার্তা
অক্টোবর ৩১, ২০২০ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

আনিস নাঈমুল হক:
ঐতিহ্যবাহী রামুর হাজারীকুল বোধিরত্ন বুদ্ধ বিহার ও সত্যপ্রিয় বিদর্শন সাধনা কেন্দ্রে বৌদ্ধ বিহারে গতকাল শনিবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় নানা অনুষ্ঠানের মাধ্যমে বৌদ্ধধর্মাম্বলীদের অন্যতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান উৎসব উদ্‌যাপিত হয়েছে।

রামুর বিভিন্ন উপজেলা থেকে বৌদ্ধ সম্প্রদায়ের পূজারি এই উৎসবে অংশগ্রহণ করেন।
সকাল ৬টায় পবিত্র ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। তারপর ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা ও ভিক্ষু সংঘের প্রাত:রাশ গ্রহন, পঞ্চশীল প্রার্থনা, সংঘ দান, ভিক্ষু সংঘকে পিন্ডদান, চীবরদান, আলোচনা ও ধর্মীয় দেশনা, প্রদীপ পূজা প্রভৃতি ছিল উল্লেখযোগ্য ধর্মীয় অনুসঙ্গ।

উক্ত অনুষ্টানের প্রধান ব্রতী ছিলেন,আমেরিকা প্রবাসী বাবু নিরোধ কুমার বডুয়া ও তার পরিবার বর্গ।

পরিচালনা পর্ষদের সভাপতি নয়ন বড়ুয়া জানান, রাতে ফানুস বাতি প্রজ্জ্বলনের মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে।

চীবর দান অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, সারমিত্র মহাথের, অধ্যক্ষ উত্তর মিঠাছডি প্রজ্ঞামিত্র বনবিহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্মরত্ন
মহাথের, উপসংঘ রাজ ভারতীয় ভিক্ষু মহা সভা।
ওনারা বিহারে গিয়ে পূণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ ছাড়াও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

হাজারীকুল বোধিরত্ন বৌদ্ব বিহারের কঠিন চীবর দান উৎযাপন কমিটির সভাপতি সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, মানুষে মানুষে সম্প্রীতি, ঐক্য ও সংহতি প্রতিষ্ঠাই হোক এই শুভদিনের কামনা।

প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

x