রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়।ফাইল ছবি
২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার (১২ এপ্রিল)। ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের ভর্তি কার্যক্রম। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষা উপলক্ষে আজ শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. ফরিদ উদ্দীন খান এ সময় বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, এক শিফটে। মোট এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ (বহুনির্বাচনী) পদ্ধতিতে। পরীক্ষায় থাকবে ৮০টি প্রশ্ন, যার প্রতিটির মান ১.২৫ নম্বর। ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর করে কাটা যাবে। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।
এই ইউনিটে ৫৫৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৪৩৩ জন শিক্ষার্থী। এর মধ্যে বাণিজ্য শাখার জন্য বরাদ্দ রয়েছে ৩৬৭টি, বিজ্ঞান শাখার জন্য ১৬৬টি এবং মানবিক শাখার জন্য ২৬টি আসন।
বাণিজ্য ও অ-বাণিজ্য গ্রুপের শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হবে। বাণিজ্য শাখার জন্য থাকবে (ক) বাংলা- ১০, (খ) ইংরেজি- ২৫, (গ) ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ২৫, (ঘ) হিসাববিজ্ঞান- ২৫ ও (ঙ) ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা অথবা উৎপাদন ও বিপণন- ১৫। অ-বাণিজ্য গ্রুপের জন্য থাকবে (ক) বাংলা- ১০, (খ) ইংরেজি- ২৫ (গ) সাধারণ জ্ঞান (সাধারণ গণিত, অর্থনীতি, অ্যাপটিচুড টেস্ট, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)- ৫০ নম্বর ও আইসিটি- ১৫।
নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ভর্তি পরীক্ষায় যেকোনো জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় তৎপর রয়েছে৷ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৭০ জন ট্রাফিক সদস্য, ১৫০ জন পুলিশ সদস্য, ৩০ জন গোয়েন্দা পুলিশ ও বিএনসিসি ও স্কাউটের ২০০ জন সদস্য কাজ করবেন। অভিভাবকদের জন্য ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। খাবারের সমস্যা যেন না হয়, সে জন্য প্রক্টররা টহল দেবেন। এ ছাড়া অ্যাম্বুলেন্সসহ ফার্স্ট এইডের ব্যবস্থা রাখা হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের এবং ২৬ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।