রুহুল আমিন: শেখ হাসিনার পদত্যাগের পর ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরসভায় ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। দরজা-জানলা,আসবাব,বিভিন্ন মালামাল,মেয়রের ব্যবহৃত গাড়ী,কম্পিউটার,সিসিটিভি ভাংচুর করাসহ গুরুত্বপূর্ন সামগ্রী লুটের অভিযোগ ওঠে হামলাকারীদের বিরুদ্ধে। এতে সব মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবি পৌর কতৃপক্ষের। পরিস্হিতি স্বাভাবিক হ ওয়ার পর গত সপ্তাহ থেকে সেবা কার্যক্রম শুরু করেছে পৌর কতৃপক্ষ।পৌরসভা কতৃপক্ষ জানায় ,গত ৫ আগষ্ট রানীশংকৈল বন্দর বাজারে আনন্দ মিছিল চলাকালে একদল লোক পৌরসভার দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে পড়ে। এরপর প্রথমে মেয়রের ব্যবহৃত গাড়ীটি বাইরে এনে আগুন লাগিয়ে দেয় ও কক্ষের দরজা জানলা,আসবাব,কম্পিউটার,সিসিটিভি ক্যামেরা ভাংচুর করে। এ ব্যাপারে রানীসংকৈল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী এ এস এম জাবেদ আলী বলেন,ভাংচুর ও লুটপাটের ঘটনায় রানীশংকৈল পৌরসভার প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।তবে কাগজ পত্র নষ্ট হয়নি।তিনি বলেন,পৌরবাসী এখন সেবা নিতে আসছে।পরিস্হিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
প্রিয় পাঠক, আপনিও একুশে বার্তা অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন ekusheybartaonline@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।