রাজীবপুর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা

রাজীবপুর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা। ছবি জিয়াউর রহমান জিয়া
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা বিএনপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে
সোমবার (৩ মার্চ) রাত ১১টার দিকে কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়। এতে অধ্যাপক মোখলেছুর রহমানকে আহ্বায়ক ও আব্দুল হাই (মেম্বার) কে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সদর ইউপি চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস, গোলাম মোস্তফা, সাব্বির হোসেন মণ্ডল, আনোয়ার হোসেন (নেভী) ও ওমর আলী ব্যাপারী।
এছাড়া, সদস্য হিসেবে রয়েছেন মাহবুবুর রশীদ মণ্ডল, হাফিজুর রহমান (আর্মি), কে.এম ওসমান খন্দকার, আনোয়ার হোসেন (আনু), প্রভাষক কবির মনিরুজ্জামান মিলন, রেজাউল করিম (দুলাল), আমিনুর রহমান, হায়দার আলী ও ফরিদুল ইসলাম।
নবনির্বাচিত সদস্য সচিব আব্দুল হাই দায়িত্ব পাওয়ার পর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দল যে উদ্দেশ্যে আমাকে এই দায়িত্ব দিয়েছে, তা সফলভাবে সম্পন্ন করার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে নতুনভাবে গড়ে তোলার যে পরিকল্পনা নিয়েছেন, আমাদের দায়িত্ব হলো তা বাস্তবায়ন করা। সবাই একসঙ্গে কাজ করলে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে পারবো।