রাজশাহী বিভাগীয় খাদ্য অধিদপ্তর ডিলার সমিতির সভাপতি সুমন সর্দার, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ অন্তর নির্বাচিত
রাজশাহী, ১৯ জুলাই ২০২৫ – রাজশাহী বিভাগীয় খাদ্য অধিদপ্তর ডিলার সমিতির নির্বাচনে নতুন নেতৃত্ব এসেছে। এই নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ১৪ নম্বর ওয়ার্ডের ডিলার সুমন সর্দার, যিনি রাজশাহী শাহমুখদূম থানা বিএনপির সভাপতির দায়িত্বেও রয়েছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ০৩ নম্বর ওয়ার্ডের ডিলার সাব্বির আহমেদ অন্তর।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ অন্তর ছাত্র রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একজন পরিচিত মুখ। তিনি রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক এবং ০৩ নম্বর ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও, তিনি রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন।
এই নতুন কমিটি রাজশাহী বিভাগীয় খাদ্য অধিদপ্তর ডিলার সমিতির কার্যক্রমে কী ধরনের পরিবর্তন আনবে, সেদিকেই এখন সবার দৃষ্টি। ডিলারদের স্বার্থ রক্ষা এবং খাদ্য বিতরণ ব্যবস্থায় আরও স্বচ্ছতা ও গতিশীলতা আনাই হবে এই কমিটির প্রধান লক্ষ্য।


মোঃ শফিকুল ইসলাম (মাগুরা সদর)