রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদলের মানববন্ধন: ক্রমবর্ধমান ধর্ষণ, নারীদের বিরুদ্ধে সহিংসতা, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে সোচ্চার ছাত্রসমাজ

রাজশাহী, ১১ই মার্চ, ২০২৫: সারাদেশে ক্রমবর্ধমান ধর্ষণ, নারীদের বিরুদ্ধে সহিংসতা, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে গতকাল রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদল এক বজ্রকঠিন মানববন্ধনের আয়োজন করে। বেলা ১২টায় কলেজের প্রধান ফটকের সামনে আয়োজিত এই মানববন্ধনে ছাত্রসমাজের ক্ষোভ ও সংহতি ফুটে ওঠে।
মানববন্ধনে বক্তারা ধর্ষণ ও নারী সহিংসতার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ধিক্কার জানান। তারা অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অবশ্যকর্তব্য। কিন্তু একের পর এক ধর্ষণের ঘটনায় নারীদের নিরাপত্তা আজ প্রশ্নবিদ্ধ।
নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও আহ্বায়ক সাব্বির আহমেদ অন্তরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদ হাসান লিমনের সঞ্চালনায় মানববন্ধনে কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল ওয়াসিফ, রায়হান উদ্দিন রানা, সিনিয়র সদস্য মুক্তাদির রহমান, ছাত্রনেতা রাতুল চৌধুরী ঐক্য, সাব্বির মাহমুদ খান, আদিত্য চৌধুরী, মারজুক, রিয়ান, লতিফুর রহমান, রবিউল ইসলাম, সাজেদুরসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তা জরুরি। দ্রুত বিচার নিশ্চিত না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্রনেতারা ধর্ষণ ও নারী সহিংসতা রোধে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি জানান। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ছাত্রসমাজ সর্বদা সোচ্চার থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।