রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্রজনতার বিক্ষোভ মিছিল

শুক্রবার (২১ মার্চ) , আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্রজনতা। বিক্ষোভ মিছিলটি বৃষ্টি উপক্ষো করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শুরু হয়ে তালাইমারী বিজয়-২৪ চত্ত্বরে বক্তব্যর মাধ্যমে আবার রুয়েট প্রদর্শিত হয়ে কাজলায় এসে শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ ও সাধারণ ছাত্রজনতা।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন নাগরিক কমিটির অন্যতম নেতা মো: মোব্বাসের আলী তিনি বলেন , ঢাকা ক্যান্টেনম্যান্ট থেকে হাসনাত আব্দুল্লাহর বানীর মাধ্যমে আমরা জানতে পেরেছি বাংলাদেশের এই নতুন বিপ্লবকে ষড়যন্ত্র করার জন্য ক্যান্টেনম্যান্টে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। ঢাকা ক্যান্টেনম্যান্টের গদারকাছে জানতে চায় এই বিপ্লব কি আপনাদের দান ছিল। এই বিপ্লব বাংলাদেশের ছাত্রজনতার রক্তের প্রচেষ্টার বিনিময়ে অর্জিত হয়েছে। এই বিপ্লব সেনাবাহিনীর দান ছিলো না। বাংলাদেশের বিপ্লব ছাত্রজনতার বিপ্লব, এই বিপ্লব শ্রমজীবি মানুষের বিপ্লব এই বিপ্লব বাংলাদেশের সাধারণ মানুষের বিপ্লব। এই বিপ্লবের ষড়যন্ত্র বাংলাদেশের সাধারণ মানুষ মেনে নিবে না। যদি এই ষড়যন্ত্র বাংলাদেশের ঔই গঙ্গার ঔইপাড় থেকে হয়ে থাকে এই চেষ্টা বাঙ্গালি জনতা আবারো রুখে দিবে ইনশাআল্লাহ।
উক্ত বিক্ষোভে আরো বক্তব্য রাখেন অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, বাংলাদেশে আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করতে হবে, তাদের বিচার দ্রুত করতে হবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য দরকার হলে ছাত্রদল, ছাত্রশিবির সাধারণ জনতা আবার মাঝে নেমে তাদের ষড়যন্ত্র ধূলিসাৎ করে দিবে।
তাই আওয়ামী লীগকে যতক্ষণ নিষিদ্ধ করা হচ্ছে সাধারণ ছাত্রজনতা সকল প্রকার দল কর্মসূচিতে তালাইমারী বিজয়-২৪ চত্ত্বরে পালন করবে।