রাজশাহীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ জাময়াতে ইসলামী রাজশাহী মহানগরী কর্তৃক গাজায় বর্বর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। প্রোগ্রামটি রাজশাহী আলুপট্টি থেকে শুরু হয়ে হেতেম খাঁ হয়ে রাজশাহী জিরো পয়েন্টে এসে শেষ হয়।
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদ্দিন সরকার, প্রচার ও মিডিয়া সম্পাদক মো: আশরাফুল ইসলাম ইমন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর সম্মানিত সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যাক্ষ মাহবাবুল আহসান বুলবুল এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সম্মানিত আমীর ডা. মাওলানা কেরামত আলী।
আমীর ডা. মাওলানা কেরামত আলী বলেন, বাংলাদেশ আজকে মুসলিম বিশ্বে একটি গুরুত্বপূণ রাষ্ট্র। আপনারা জানেন রাতের অন্ধকারে ফিলিস্তিনের গাজাবাসীর যখন সিয়াম সাধনারত এই বর্বর ইসরাইয়েল নির্মমভাবে হামলা চালিয়েছে। এখন পর্যন্ত ৪২৫ জন ফিলিস্তিন মুসলিম ভাই নারী ও শিশু শহীদ করে দিয়েছে। তারা জানেনা মুসলমানদের প্রতিটি ধমনীতে শিরায় শিরায় শহীদের রক্ত রয়েছে মুসলমানদের এই রক্ত । আজকে এই ইসরাইয়ের বিরুদ্ধে সকল মুসলিম রাষ্ট্রকে একত্রিত হতে হবে।
তিনি আরো বলেন রাসূল (সা:) বলেছেন, মুসলিম মিল্লাতকে একটি মানুষের দেহের সাথে তুলনা করেছেন। সারা বিশ্বের মুসলিম যেখানে থাকুক না কেন তারা সবাই একটি দেহ। দেহের যেখানে আঘাত করুন না কেন আমরা সকলে আঘাত সকলে পায়। সকল মুসলিম মিল্লাতকে একত্রিত হয়ে এই ইসরাইল শক্তির বিরুদ্ধে সবাইকে ঝাপিয়ে পরতে হবে। যারা আপোষ করতে চায় তারা মুসলমানদের দোশর । তাই বাংলাদেশ সরকারকে বলবো তিনি যেন ইসরাইয়েল সকল পন্য সামগ্রী বাংলাদেশ থেকে বন্ধ করে দেন ।
উক্ত প্রোগ্রামটি সকাল ১০ টায় শুরু হয়ে সকাল ১১.৩০ মিনিটে শেষ হয় ।