মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিক নিহত, আহত ১৮

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত, আহত ১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই চা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা-বাগান ফ্যাক্টরির পাশে ‘ঢালাই (ভাঙা)’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চা শ্রমিকদের বহনকারী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

নিহতরা হলেন আমরাইল চা-বাগানের সাধনের পুত্র বিশাল (১৯) এবং একই বাগানের রাম রবি দাসের পুত্র হৃদয় রবি দাস (৩২)।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুর্ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।