খুঁজুন
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২

মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন প্রচারের বিরুদ্ধে দুর্গাপুরে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি | নেত্রকোণা
প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৬:৩৩ অপরাহ্ণ
মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন প্রচারের বিরুদ্ধে দুর্গাপুরে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের বিরুদ্ধে সাংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো: জয়নাল আবেদিন। তিনি নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের উত্তর বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা। ব্যবসাসূত্রে তিনি ঢাকায় বসবাস করেন।

শুক্রবার বিকেলে তিনি দুর্গাপুর সাংবাদিক সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

লিখিত বক্তব্যে জয়নাল আবেদিন বলেন,গত রবিবার (৩০ মার্চ) ইউটিউবের ‘নিউ ইসলামিক’ নামক একটি চ্যানেল এবং ফেসবুক আইডি ‘আব্দুল মজিদ’ ও ‘মন আকাশের তারা’ থেকে তার বিরুদ্ধে একটি কুচক্রী মহল প্রপাগাণ্ডামূলক ভিডিও ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এরকম মিথ্যা,বানোয়াট তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

ভুক্তভোগী জয়নাল আবেদিন আরো বলেন, এসব মিথ্যা ও উদ্দেশ্যমূলক প্রচারণার কারণে আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। আমার মানসিক অবস্থা ভেঙে পড়েছে এবং পরিবারও চরম উদ্বেগে রয়েছে। এই অপপ্রচারের মাধ্যমে কারা কি উদ্দেশ্যে আমাকে টার্গেট করেছে, তা বোধগম্য নয়।

তিনি বলেন,আমি এ ব্যাপারে খুব শিগগিরই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। একই সাথে আমি অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সামনে এসে আমি নিজের অবস্থান পরিষ্কার করলাম। আমি চাই এই অপপ্রচারের বিরুদ্ধে গণমাধ্যমের সহায়তা নিয়ে আমি যেন আমার সামাজিক মর্যাদা ফিরে পেতে পারি।

এই সংবাদ সম্মেলনে স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

রাবির চৌগাছা উপজেলা সমিতির সভাপতি তানভীর, সম্পাদক জিহাদ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ২:৪০ অপরাহ্ণ
রাবির চৌগাছা উপজেলা সমিতির সভাপতি তানভীর, সম্পাদক জিহাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চৌগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তানভীর রানা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জিহাদ হোসেন। শনিবার (৬ ডিসেম্বর) এ কমিটি গঠন করা হয়।

এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রব, আবু সাঈদ, জান্নাতুল ফেরদৌস। যুগ্ম সাধারণ সম্পাদক ফাহমিদুর রহমান ফাহিম ও মালিহা তাবাসসুম ঐশী। অর্থ সম্পাদক নিশান রহমান, সাংগঠনিক সম্পাদক তানভীর আলম শিশির। সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ও শ্রী মিলন কুমার হালদার।

দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন রুহান হোসেন, উপ-দপ্তর সম্পাদক আরিফ হোসেন ও ফাহিম আক্তার, প্রচার সম্পাদক নূর আহাদ রহমান, উপ-প্রচার সম্পাদক ফারজানা ফেরদৌস রৌদ্র, ক্রীড়া সম্পাদক হাসীব শাহ এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সানজিদা হক মারিয়া।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হয়েছেন মোঃ জান্নাত ই আয়ান তনয়, নুসরাত জাহান সুরাইয়া, মোঃ সামি, সাব্বির আল মাহফুজ, জুবাইর আহম্মেদ, মোঃ সোহান,
রাইসুল ইসলাম আকাশ, মোঃ ফাহিম হাসান, মারুফ বিল্লাহ কাজল, ফারদিন কবির অয়ন এবং নাজিবা ইসলাম।

রাবির চৌগাছা উপজেলা সমিতির নবীণবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৯:২২ অপরাহ্ণ
রাবির চৌগাছা উপজেলা সমিতির নবীণবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়স্থ যশোর জেলার চৌগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এবং ২০২০-২১ সেশনের প্রবীণদের বিদায় দিতে এই আয়োজন করা হয়।

শনিবার (৬ নভেম্বর) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধভূমিতে এক জাঁকজোমক আয়োজনে বরণ করে নেওয়া হয় নবীন শিক্ষার্থীদের।

কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ প্রবীণদের হাতে ক্রেস্ট তুলে দেন।

চৌগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমাইয়া খাতুন বলেন, “নবীনবরণ অনুষ্ঠান আমাদের পরিবারের এক মিলনমেলা। এ বছর আমরা সবার আন্তরিক সহযোগিতা ও পরিশ্রমে অনেক বড় পরিসরে এই আয়োজন সম্পন্ন করেছি। চৌগাছা উপজেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, বন্ধন ও সহমর্মিতা গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। সমিতি সবসময় নবীনদের পাশে থাকবে। আমাদর সিনিয়র ভাই-বোন এবং শিক্ষকদের অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা। তাদের পেয়ে আমরা আনন্দিত। ভবিষ্যতেও সবার সহযোগিতা পেলে আমরা আরও বড় ও সমৃদ্ধ আয়োজন করতে পারব।”

চৌগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আব্দুর সবুর (মাহিম) বলেন, “নবীনবরণ আমাদের জন্য শুধু একটি অনুষ্ঠান নয়, এটি উপজেলা সমিতির শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার একটি উদ্যোগ। এ বছর আমরা সমিতির সদস্যদের সহযোগিতা, সিনিয়রদের দিকনির্দেশনা একটি সফল অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি। এটি আমাদের ঐক্যের প্রতিফলন। আমি আশা করি, এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা ভবিষ্যতে আরও বড়, সৃজনশীল ও অনুপ্রেরণামূলক আয়োজন করতে পারব।

নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. শরিফুল ইসলাম, মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বোরাক আলী ও যশোর চৌগাছার এ.বি.সি.ডি কলেজের অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম, ড. জহুরুল হক, সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম ও চৌগাছা হাকিমপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আশরাফুজ্জামান।

আটোয়ারীতে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা –র‌্যাবের অভিযানে পলাতক আসামি গ্রেফতার

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১১:৫৩ অপরাহ্ণ
আটোয়ারীতে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা –র‌্যাবের অভিযানে পলাতক আসামি গ্রেফতার

পঞ্চগড়ের আটোয়ারীতে যৌতুকের দাবিতে আমিনা আক্তার রত্না (২০)কে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. আলতাফ হোসেন (৩২)–কে র‌্যাবের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

এজাহারে জানা যায়, বিবাহের পর থেকে রত্নাকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল আসামিরা। গত ২১ নভেম্বর রাতে স্বামীর বাড়িতে লোহার হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়। পরে বিষয়টি আড়াল করতে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। নিহতের পিতা ২৪ নভেম্বর আটোয়ারী থানায় মামলা (নং–০৮) দায়ের করেন।

ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। এরপর ২৯ নভেম্বর রাতে র‌্যাব-১৩ ও র‌্যাব-১০ এর যৌথ দল রাজধানীর বকসিবাজার এলাকা থেকে আলতাফকে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব জানায়, নারী নির্যাতন ও হত্যাসহ সকল অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।