মামস ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক দুঃস্থ ফিস্টুলা রোগীদের সহায়তায় প্রদান
কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের মামস ওয়েলফেয়ার ট্রাস্ট দুঃস্থ ফিস্টুলা রোগীদের সহায়তায় হিসেবে গরু প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) থানার বল্লভেরখাষ ইউনিয়নের পাড়েরভিটা গ্রামের ৩জন দুঃস্থ ফিস্টুলা রোগীদের মাঝে গরু বিতরন করা হয়। ঢাকার মগবাজারস্থ মামস ওয়েলফেয়ার ট্রাস্ট ও মামস ইনস্টিটিউট অফ ফিস্টুলা এন্ড ওমেন্স হেলথ প্রফেসর ও প্রধান নির্বাহী পরিচালক প্রফেসর সায়েবা আক্তার (একুশে পদক প্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত গরু বিতরণ করেন প্রকল্প ম্যানেজার শ্রী নিতাই চন্দ্র কর্মকার।
বিতরন শেষে মামস ইনস্টিটিউট অফ ফিস্টুলা এন্ড ওমেন্স হেলথ ও ফিস্টুলা ফউন্ডেশন এর যৌথ উদ্যেগে ফিস্টুলা প্রতিরোধ বিষয়ক জনসচেতনতা মূলক উঠান বৈঠকের অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহিলাদের অনবরত প্রশ্রাব ঝরা (ভিভিএফ), অনবরত পায়খানা ঝরা (আরভিএফ), জরায়ু নিচে নেমে আসা (প্রলাপস্), কমপ্লিট পেরিনিয়াল টিয়ার, ভ্যাজাইনাল স্টেনোসিস, ফিস্টুলার হোক অবসান- নিশ্চিত হোক নারীর সম্মান, সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন ও চিকিৎসা বিষয়ে অবহিত করা হয়।


মোঃ শফিকুল ইসলাম (মাগুরা সদর)