মানারাত বিশ্ববিদ্যালয়ে “প্রোডাক্টিভ রমাদান ও কোরআন বিতরণ” কর্মসূচি অনুষ্ঠিত

মানারাত বিশ্ববিদ্যালয়ে “প্রোডাক্টিভ রমাদান ও কোরআন বিতরণ” কর্মসূচি অনুষ্ঠিত। ছবি মোঃ রাকিব হোসেন
মানারাত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে “প্রোডাক্টিভ রমাদান ও কোরআন বিতরণ” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান (ডিন, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি)। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার ড. মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও হেরিটেজ ফাউন্ডেশনের কর্ণধার সিবগাতুল্লাহ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইইই বিভাগের প্রধান প্রফেসর এরশাদুল হক চৌধুরী, ফার্মেসি বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. মুনিরা আহসান, ফার্মেসি বিভাগের প্রধান মো. রেজাউল করিম, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান এবং সিজিইডি’র পরিচালক ড. মো. আবু তালেব।
প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব তাঁর বক্তব্যে বলেন, “রমজান কোরআন নাজিলের মাস। এ মাসে শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত, অধ্যয়ন ও গবেষণায় মনোনিবেশ করা উচিত। পাশাপাশি মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে।”
সেমিনার শেষে আল কোরআন একাডেমি লন্ডনের সহায়তায় শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করা হয়। এছাড়া, জুলাই বিপ্লবে শহীদ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী শাকিল হোসেন ও আহনাফ আবির আশরাফুল্লাহসহ সকল শহীদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।