মাদারীপুর পুরান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে, ৭ কোটি টাকার ক্ষতি ধারণা করা হয়েছে

শহরের পুরান বাজারের সিটি সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি দোকান ও তিনটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সুমিত মণ্ডল জানান, শুক্রবার ভোর ৩টার দিকে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
সুমিত বলেন, সিটি সুপার মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুরসহ রাজৈর কালকিনি ও শরীয়তপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে মার্কেটে সারিবদ্ধ ভাবে থাকা দশটি কসমেটিকসের দোকান, সাতটি ব্যাগের দোকান, কমপিউটারের দোকান, কনফেকশনারি, তিনটি হার্ডওয়ারের দোকান, তিনটি গোডাউন এবং মার্কেটের পেছনে থাকা তিনটি টিনের ঘরও আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।