মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন। ছবি শফিকুল ইসলাম
মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে শিক্ষার্থী ও স্থানীয় জনগণ মানববন্ধন করেছে। রবিবার দুপুর ১২টার দিকে শহরের ভায়না মোড়ে ঢাকা-যশোর মহাসড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন, যার ফলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, মাগুরাসহ নতুন ছয়টি মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। তারা জানান, অস্থায়ী ক্যাম্পাসেই মাগুরা মেডিকেল কলেজ প্রায় স্বয়ংসম্পূর্ণ, যেখানে প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা বিদ্যমান। তাই মাগুরার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দেন।